ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:১৮:৫১ পিএম

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ

১৯ জানুয়ারি, ২০২৫ | ৯:২ এএম

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ

ছবি: সংগ্রহীত

বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২০২৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় অ্যাপলের আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ। অন্যদিকে এ সময় বিশ্বব্যাপী বাজারটি প্রবৃদ্ধি দেখেছে ৪ শতাংশ।

 

 

বিক্রির সঙ্গে কুপারটিনোভিত্তিক টেক জায়ান্টটির বাজার হিস্যা কমেছে ১ শতাংশীয় পয়েন্ট। সেপ্টেম্বরে উন্মোচিত আইফোন ১৬-এর বিক্রি আশানুরূপ না হওয়া এ পতনের মূল কারণ হিসেবে দেখছে কোম্পানিটি। এদিকে গ্যালাক্সি এস২৪ সিরিজের শক্তিশালী চাহিদা থাকার পরও এ সময় স্যামসাংয়েরও বাজার হিস্যা কমেছে ১ শতাংশ। খবর ইনভেস্টোপিডিয়া

 
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ