ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:৫৫:৪২ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫ | ২:০ পিএম

অনলাইন সংস্করণ

অজেয় জীবন ​পথিক : আহসান হাবিব

২২ জানুয়ারি, ২০২৫ | ২:০ পিএম

অজেয় জীবন ​পথিক : আহসান হাবিব

মানব জীবনে মৃত্যু যেমন নিশ্চিত, তেমনি জীবনকে জয় করার অদম্য চেষ্টাই মানুষকে কালজয়ী সৃষ্টিতে উৎসাহিত করেছে। এই সৃষ্টিই যখন মানুষটিকে মানুষের মাঝে শতবর্ষ বাচিয়ে রাখে, তখনই সেই সার্থক মানুষ বলে বিবেচিত হয়।

 

 

লোভ, লালসা, অহংকার ও শ্রেণী বৈষম্য পূর্ণ এই সমাজে নতুন প্রজন্মকে বেঁচে থাকার উদ্দেশ্য সুনিদিষ্ট করে দিতে না পারাটাই বর্তমান সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই আসুন জীবনকে জীবন মতো দেখার শক্তি তাদের ফিরিয়ে দেই।

 

 

লুকোচুরি এই খেলা বন্ধ হোক, এক প্রজন্ম সাথে আরেক প্রজন্মের যে দুরত্ব যতই দুর হবে ততই জীবন খাতাটা সমৃদ্ধ হবে। আগামী প্রজন্মকে সামাজিক দায়বদ্ধ ও মানবিক  সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে  সকলরই এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে।

অজেয় জীবন ​পথিক : আহসান হাবিব