ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৫ | ১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান
২১ জানুয়ারি, ২০২৫ | ১:২৩ পিএম

ছবি: ভ্যাটবন্ধু নিউজ
আমাদের ভ্যাট ব্যবস্থায় গোড়ায় গলদ। ব্যবসায়ীগণ সচেতন নন বা না বোঝার কারণে এনবিআর কর্তৃক আইনের আগ্রাসন মেনে নিচ্ছেন। বাস্তবিক পক্ষে আমরা সকল অজানা বিষয় স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি, বিশেষ করে যারা ভালো ব্যবসায়ী। কনসালট্যান্টদের কম্প্যাক্ট কমপ্লায়েন্স সিস্টেম না বোঝার কারণে এনবিআর আইনের আগ্রাসন চালাতে পারছে। যা রাজস্ব আইন অনুসারে শতভাগ কমপ্লায়েন্স প্রতিষ্ঠান তৈরি ও দুর্নীতিমুক্ত করা মূল চ্যালেঞ্জ।
ওভার ইনভয়েস হল দেশ থেকে টাকা পাচারের মূল মাধ্যম। সেটাকে রেফারেন্স ভ্যালু ধরে সঠিক মূল্যে ইনভয়েস করা ব্যবসায়ীর উপর লোড দিয়ে শুল্ক ও কর আদায় করা হয়। তখন থেকেই ভ্যাট কমপ্লায়েন্সের আগ্রাসন শুরু হয়। ওভার লোডেড বিল অব এন্ট্রি হলো ভ্যাটের মূল্য নির্ধারণের মূল সূত্র। এরপর চলতে থাকে লোডের উপর লোড, যা শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয়। কোথায় এটি গিয়ে দাঁড়ায়, তা আল্লাহ ভালো জানেন। আমরা আইন শিখি বা বোঝার চেষ্টা করি সেইসব কর্তাদের থেকে, যারা রাজস্ব আদায়ের স্বার্থে এ বিষয়ে আলোচনা করার প্রয়োজন মনে করেন না।
ভ্যাট শুরু হয় বিল অব এন্ট্রি থেকে। সেটা কীভাবে শুল্কায়ন হয়েছে, তা কাস্টমস আইন। এটি ভ্যাট নিয়ে কাজ করা ব্যক্তিদের জানা দরকার নেই। কমার্শিয়াল অফিসাররা কাস্টমস কর্তাদের কাছ থেকে আইন শিখতে আগ্রহী নন। তারা নির্ভর করেন বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া সিএনএফ এজেন্টের উপর, যারা সিস্টেম অনুসারে কাজ করেন। ভ্যাট কমপ্লায়েন্স শুরু করতে হবে সেই জায়গা থেকেই। যাত্রা শুরু এক মহাকালের পথে। সঙ্গী পরিবর্তন হবে, কিন্তু যাত্রা থেমে থাকবে না বেঁচে থাকা পর্যন্ত। ইনশাআল্লাহ।
এখন এটি আরো পরিপূর্ণ ও বানান সংশোধিত হয়েছে। প্রয়োজনে আরো কিছু পরিবর্তন প্রয়োজন হলে জানাবেন।
- ট্যাগ সমূহঃ
- আলীমুজ্জামান
- রাজস্ব আইন
- এনবিআর
