ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৫ | ২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
অধিকার আদায়ে ভারতকে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৯ জানুয়ারি, ২০২৫ | ২:৪৪ পিএম
![অধিকার আদায়ে ভারতকে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/19/20250119142544_original_webp.webp)
ছবি: সংগ্রহ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "আগের সরকার ভারতকে কিছুটা ছাড় দিতো, তবে বর্তমান সরকার দেশের অধিকার আদায়ে কোনো ছাড় দিচ্ছে না। এর ফলে কিছু ছোটখাটো সমস্যার সৃষ্টি হয়েছে, তবে আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠকে এসব সমস্যার সমাধান হবে বলে আমি আশাবাদী।"
আজ রবিবার (১৯ জানুয়ারি) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সীমান্তের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, ফলে উত্তেজনা ছিল না। কিন্তু বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না। এজন্যই সীমান্ত নিয়ে আলোচনা হচ্ছে। দেশের সীমান্ত যেকোনো মূল্যে সুরক্ষিত থাকবে।" তিনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে চলমান বিরোধের সমাধান আলোচনার মাধ্যমে হবে বলেও উল্লেখ করেন।
এছাড়া, দুর্নীতি নিয়ে তিনি বলেন, "দুর্নীতি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। বর্তমান সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।" তিনি আরও জানান, "ভূমি নিয়ে নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। তাই ভূমি সুরক্ষা আইন সময়ের দাবি।"
সিভিল সার্ভিসের বিষয়ে তিনি বলেন, "চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের মধ্যে সেবায় অনীহা দেখা যায়। শৃঙ্খলা বজায় থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকতে পারতো না।"
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়-স্বজন বেড়ে গেছে, যদি কেউ আমাদের পরিচয় দিয়ে সুবিধা নিতে চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের তুলে দিন। আমরা দুর্নীতি করলে তার সঠিক তথ্য প্রকাশ করুন।" এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।
![অধিকার আদায়ে ভারতকে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)