ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ মার্চ, ২০২৫ | ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ
অনলাইন আয়কর রিটার্নে দেশীয় প্রযুক্তির সাফল্য
২ মার্চ, ২০২৫ | ১১:২৯ এএম

ছবি: সংগ্রহ
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরে অনলাইন আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। এবছর অনলাইনে রিটার্ন জমার হার আগের বছরের তুলনায় প্রায় ৩০০ শতাংশ বেড়েছে। দেশের নামকরা আইটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি তৈরি করেছে এই ই-রিটার্ন সিস্টেম।
২০২৪-২৫ অর্থবছরে ১৪ লাখ ৪৩ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রিটার্ন জমা দেয়ার সংখ্যা ছিল মাত্র ৫ লাখ ২৬ হাজার। নতুন অর্থবছরে (২০২৫-২৬) ১৮ লাখ ৬২ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, এবারের ই-রিটার্ন জমা দেওয়ার ফলে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে, যা তারা বজায় রাখতে চান। তিনি আরও উল্লেখ করেন, এনবিআর দেশের সফটওয়্যার কোম্পানির ওপর ভরসা রাখতে চায়, যার ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
প্রাথমিকভাবে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় সিনেসিস আইটি মাত্র চার মাসে ই-রিটার্ন সিস্টেমের প্রথম ভার্সন তৈরি করে, যখন এনবিআরের ওপর অনলাইনে রিটার্ন গ্রহণের চাপ বেড়ে গিয়েছিল। বর্তমানে, ই-টিআইএন সিস্টেমে ১ কোটি ১৭ লাখেরও বেশি নিবন্ধন রয়েছে, যা দেশের অন্যতম বৃহৎ ডেটাবেস হিসেবে পরিচিত।
সিনেসিস আইটির প্রধান সলিউশন অফিসার আমিনুল বারী শুভ্র বলেন, "এটি সরকারের এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের এক যুগান্তকারী সাফল্য। কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে ই-রিটার্ন একটি বড় মাইলফলক। আমরা ডিজাইনের সময় সাইবার নিরাপত্তা এবং করদাতার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।"
এছাড়া, বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, "দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলি এখন আন্তর্জাতিক মানের সলিউশন ডেভেলপ করছে, তাই বিদেশি সফটওয়্যার কেনার প্রয়োজন নেই।"
এছাড়া, সিনেসিস আইটি জানায় যে, ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ বাংলাদেশের এই ই-রিটার্ন সিস্টেম গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এবং একটি দেশের সঙ্গে চুক্তির আলোচনা চলছে।
এটি দেশের প্রযুক্তি খাতের জন্য একটি বড় অর্জন, যেখানে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করছে।
- ট্যাগ সমূহঃ
- অনলাইন
- আয়কর
- রিটার্নে
- দেশীয়
- প্রযুক্তির সাফল্য
