ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ মার্চ, ২০২৫ | ৭:৫ পিএম
অনলাইন সংস্করণ
অনুশোচনায় ভুগছেন ট্রাম্পকে ভোট দেওয়া সেই মার্কিনিরা
৯ মার্চ, ২০২৫ | ৭:৫ পিএম

ছবি: সংগ্রহ
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে বিপুল ভোটে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন তিনি।
অনেক মার্কিনি মনে করেছিলেন ট্রাম্প ক্ষমতায় এসে দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন আনবেন। সেই আশায় ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তারা। কিন্তু তাদের সেই আশায় গুড়েবালি। ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ট্রাম্প ক্ষমতায় এলেই চাকরি হারাবেন তারা। বলা যায়, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন এসব মার্কিনি।
ট্রাম্পকে বড় আশা করে ভোট দিয়েছিলেন মাইকেল গ্রগনার্ড। তার ধারণা ছিল- ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবেন ট্রাম্প। কিন্তু তিন মাস যেতে না যেতেই গ্রগনার্ড বুঝে ফেলেছেন, তিনি ট্রাম্পকে ভোট দিয়ে কত বড় ভুল করেছেন। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা থেকে যে হাজার হাজার কর্মীর চাকরিচ্যুত হয়েছেন, গ্রগনার্ডও তাদের মধ্যে রয়েছেন। মার্কিন কৃষি বিভাগে একজন আইনি উপদেষ্টা হিসেবে সবে কাজ শুরু করেছিলেন তিনি।
তার মতোই চাকরি হারানো অনেক ফেডারেল কর্মীও ট্রাম্পকেই ভোট দিয়েছিলেন। সাবেক এই কর্মীদের কয়েকজন সংবাদমাধ্যমকে বলেন, “তারা ভেবেছিলেন, ট্রাম্পের নীতি তাদের মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ এবং এ নীতি তাদের জীবনমানের উন্নয়ন ঘটাবে। কিন্তু এখন চাকরিই চলে গেছে। কাজ খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।”
