ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৭:১২ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৩০ পিএম

অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৩০ পিএম

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা

ছবি: সংগ্রহ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চালসহ বিভিন্ন পণ্যের মজুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে মূল্যস্ফীতি বেড়ে গেছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি কমানো, এবং এটি সহনীয় পর্যায়ে আসতে আরও তিন মাস অপেক্ষা করতে হবে।”

 

 

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

 

এ সময় উপদেষ্টা আরও বলেন, “অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করেন, তবে এটি সঠিক নয়। তবে দেশের ৬০টি ব্যাংকের মধ্যে মাত্র ১২টি পুরোপুরি কার্যকর, বাকিগুলো খুঁড়িয়ে চলছে। এটি আমাদের বুঝতে হবে।”

 

 

তিনি আরো জানান, দেশের খাদ্য ও অন্যান্য পণ্যের সরবরাহের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। “চালসহ অন্যান্য দরকারি পণ্যের সরবরাহ কমে যাওয়া আর ঘটবে না। চাল, ডাল, সারসহ অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি করা হচ্ছে,” বলেন ড. সালেহউদ্দিন আহমেদ।

 

 

এমন পরিস্থিতিতে, সরকারের পক্ষ থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য সহায়ক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চলমান বলে জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা