ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৫ | ৯:১৫ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
অবৈধ অস্ত্র জমা দিলে টাকা, হবে না বিচার: মেক্সিকো সরকারের ঘোষণা
৯ জানুয়ারি, ২০২৫ | ৯:১৫ এএম
![অবৈধ অস্ত্র জমা দিলে টাকা, হবে না বিচার: মেক্সিকো সরকারের ঘোষণা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/09/20250109091522_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
মেক্সিকোতে অবৈধ আগ্নেয়াস্ত্র নিষ্পত্তির জন্য নাগরিকদের উৎসাহিত করতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার। গত সোমবার (৬ জানুয়ারি) রাতে সরকার গেজেট প্রকাশ করে জানায়, অস্ত্র জমা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো আইনি ঝামেলায় পড়বে না এবং আর্থিক সহায়তা পাবেন।
সরকারের ঘোষণায় বলা হয়েছে,
- একটি রিভলবার জমা দিলে ৮ হাজার ৭০০ পেসো (৪৩০ ডলার) দেওয়া হবে।
- একে-৪৭ রাইফেলের জন্য ২৫ হাজার পেসো (১২০০ ডলার) নির্ধারণ করা হয়েছে।
- মেশিনগান জমা দিলে ২৬ হাজার ৪৫০ পেসো (১ হাজার ৩০০ ডলার) পুরস্কার প্রদান করা হবে।
'নিরস্ত্রীকরণকে হ্যাঁ, শান্তির জন্য হ্যাঁ' কর্মসূচি
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম পারডো নাগরিকদের এই কর্মসূচিতে অংশ নিতে উৎসাহিত করেছেন। তিনি সন্দেহভাজনদের আশ্বস্ত করে বলেন, যারা অস্ত্র জমা দেবে তাদের বিরুদ্ধে কোনো বিচারিক ব্যবস্থা নেওয়া হবে না।
সহিংসতার পটভূমি
মেক্সিকো বহু বছর ধরে অবৈধ অস্ত্র ও মাদক কারবারের সহিংসতায় জর্জরিত।
- ২০২৩ সালে: ৩১,০৬২টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যার ৭০ শতাংশই ঘটেছে আগ্নেয়াস্ত্রের কারণে।
- মাদক কারবার ও সহিংস অপরাধ দমনে সরকার অস্ত্র নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতার আহ্বান
অবৈধ অস্ত্র পাচারের বিরুদ্ধে মেক্সিকো বারবার যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়ে আহ্বান জানিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সীমান্ত পেরিয়ে মেক্সিকোতে অস্ত্র সরবরাহ অবৈধ কার্যকলাপকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করা হয়।
মেক্সিকোর এই উদ্যোগ অবৈধ অস্ত্র ব্যবহারের প্রবণতা কমিয়ে দেশটিতে সহিংসতার মাত্রা হ্রাস করতে পারে। তবে মাদক কারবার ও অস্ত্র পাচার বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।
![অবৈধ অস্ত্র জমা দিলে টাকা, হবে না বিচার: মেক্সিকো সরকারের ঘোষণা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)