ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
অবৈধ সয়াবিন তেলের কারখানায় অভিযান
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:২৫ পিএম
![অবৈধ সয়াবিন তেলের কারখানায় অভিযান](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/04/20250204160423_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ঢাকার ডেমরা থানা এলাকার আমুলিয়া মডেল টাউনে অবস্থিত "আল আকসা গুড ফুড" নামে একটি প্রতিষ্ঠান অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাত করছিল। সোমবার বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অপরাধ ধরা পড়ে।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইর লাইসেন্স ছাড়া "আফান" ব্র্যান্ডের ফর্টিফায়েড সয়াবিন তেল এবং ফর্টিফায়েড পাম অলিন উৎপাদন ও বোতলজাত করছিল। তারা পণ্যগুলির মোড়কে বিএসটিআইর মানচিহ্ন ও ভুয়া কিউআর কোড ব্যবহার করে বিক্রয়-বিতরণ ও বাজারজাত করে আসছিল। আরও দেখা যায়, প্রতিষ্ঠানটির ভেতরে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত ছিল।
বিএসটিআইর মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা অভিযানে নেতৃত্ব দেন এবং প্রতিষ্ঠানটির মালপত্র জব্দ ও ধ্বংস করার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করেন। বিএসটিআইর মহাপরিচালক এস.এম.ফেরদৌস আলম বলেন, পবিত্র রমজান মাস সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠছে, তাই বিএসটিআই নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং সার্ভিল্যান্স টিম আরও বেশি সক্রিয় থাকবে। তিনি জনগণকে আহ্বান জানান, বিএসটিআইর দেওয়া কিউআর কোড স্ক্যান করে পণ্যের লাইসেন্স নিশ্চিত করে পণ্য কেনার জন্য।
এই অভিযানটি বিএসটিআইর কঠোর মনিটরিং এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হতে চলেছে।
![অবৈধ সয়াবিন তেলের কারখানায় অভিযান](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)