ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৩৭:৩১ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১২ পিএম

অনলাইন সংস্করণ

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:১২ পিএম

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগ্রহ

অমর একুশে বইমেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মেলার উদ্বোধন ঘোষণা করেন। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’।

 

 

এ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মেলার উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক সভাপতিত্ব করেন, এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাগত বক্তব্য দেন। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ অন্যান্য অতিথিরা এ সময় বক্তব্য রাখেন।

 

 

এবারের মেলায় বিভিন্ন ধরনের বই, সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছানো হবে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির নানা দিক।

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা