ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০৬:০৩ পিএম

অর্থনীতি খুবই নাজুক, ৩৪ বছরে এমন টানাপড়েন দেখিনি’

১৮ জানুয়ারি, ২০২৫ | ৬:২ পিএম

অর্থনীতি খুবই নাজুক, ৩৪ বছরে এমন টানাপড়েন দেখিনি’

ছবি: সংগ্রহ

অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জু বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে এবং যদি এটি চলতে থাকে, তাহলে বিনিয়োগ অন্য দেশে চলে যেতে পারে। তিনি জানান, ৩৪ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছেন এবং এই সময়কালে এমন টানাপড়েন কখনো দেখেননি।

 

 

আজ শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসির কার্নিভ্যাল হলে অনুষ্ঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪ আয়োজিত 'শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট' শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন।

 

 

নাসিম মঞ্জু বলেন, "আমরা একটি বড় ধাক্কা দিতে চাই। আমাদের অর্থনীতি অস্বস্তি এবং নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। ভোক্তাদের আত্মবিশ্বাস খুবই কম এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাব রয়েছে। আমরা এ বিষয়গুলো প্রাইভেট সেক্টর থেকে আগেই বলেছি।"

 

 

তিনি আরও বলেন, "এখন আমাদের অর্থনীতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। আমি ৩৪ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপড়েন আগে কখনো দেখিনি। আমাদের একটা ভুল ধারণা হচ্ছে, বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে বিনিয়োগ করার জায়গা নেই।"

 

 

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, নাসিম মঞ্জু বলেন, "আমাদের এখনই আলোচনা শুরু করতে হবে এবং প্রোডাকটিভিটি বাড়াতে হবে। বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর প্রয়োজন রয়েছে।"

 

 

সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ অন্যান্য অতিথি।

অর্থনীতি খুবই নাজুক, ৩৪ বছরে এমন টানাপড়েন দেখিনি’