ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৫ | ৫:৪ পিএম
অনলাইন সংস্করণ
অর্থবছরের মাঝপথে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, বাড়বে ভোক্তা খরচ
৮ জানুয়ারি, ২০২৫ | ৫:৪ পিএম
![অর্থবছরের মাঝপথে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, বাড়বে ভোক্তা খরচ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/08/20250108170353_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
অন্তর্বর্তী সরকার ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে ভ্যাট, সম্পূরক শুল্কসহ বিভিন্ন কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে তৈরি পোশাক, মিষ্টি, রেস্তোরাঁ, হোটেলসহ ৬৫ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
ব্যবসায়ীরা বলছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনে অর্থনীতি বিপর্যস্ত। তার ওপর এই ভ্যাট বৃদ্ধি ব্যবসা-বাণিজ্য খাতের জন্য বড় আঘাত।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, “রেস্তোরাঁয় ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে।"
ফ্যাশন উদ্যোক্তা সমিতির সভাপতি আজহারুল হক আজাদ বলেন, “এমন সিদ্ধান্ত ব্যবসার উপর চাপ সৃষ্টি করবে। এনবিআরকে ভ্যাটের আওতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া উচিত।”
ভ্যাট বাড়ানোর সম্ভাব্য প্রভাব
১. খাদ্য ও পোশাক খাতে চাপ
রেস্তোরাঁর খাবার ও পোশাক কেনায় ভ্যাট বৃদ্ধি ভোক্তার খরচ বাড়াবে।
২. শিল্প খাত ও পণ্য উৎপাদন
বিস্কুট, টিস্যু পেপার, আচারসহ দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যাবে।
৩. পরোক্ষ করের প্রভাব
সিগারেট ও মদের মতো পণ্যে কর বাড়ানো যৌক্তিক হলেও নিম্নমধ্যবিত্তদের ব্যবহার্য পণ্যে ভ্যাট বৃদ্ধির সমালোচনা করছেন অর্থনীতিবিদরা।
সিপিডির বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেছেন, “মূল্যস্ফীতির বাজারে ভ্যাট বৃদ্ধি উৎপাদক ও ভোক্তা উভয়ের জন্য চাপ সৃষ্টি করবে। প্রত্যক্ষ কর বাড়ানোর দিকেই নজর দেওয়া উচিত ছিল।”
ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্ত ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠী এর ফলে আর্থিকভাবে বিপাকে পড়বে। সিদ্ধান্ত কার্যকরের আগে সরকারকে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে সমন্বয় করার প্রয়োজনীয়তা রয়েছে।
![অর্থবছরের মাঝপথে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, বাড়বে ভোক্তা খরচ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)