ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৪ | ৬:০ এএম
অনলাইন সংস্করণ
অর্থায়ন নিয়ে বিতর্কে ওয়াকআউট, আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম
২৫ নভেম্বর, ২০২৪ | ৬:০ এএম
![অর্থায়ন নিয়ে বিতর্কে ওয়াকআউট, আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/24/20241124155031_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এবারের জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন কপ২৯ শেষ হওয়ার কথা থাকলেও অর্থায়ন নিয়ে সর্বসম্মত কোনও চুক্তি না হওয়ায় আলোচনা শনিবারে গড়িয়েছে।
কিন্তু এই বাড়তি সময়ের আলোচনাও শেষ পর্যন্ত ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ধনী গরিব দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় তহবিল বরাদ্দের প্রশ্নে তিক্ত বিতর্ক এবং নাটকীয়ভাবে কয়েকটি দেশের ওয়াকআউটে এই পরিস্থিতি সৃষ্টি হয়।
কপ২৯ সম্মেলনে অচলাবস্থা এড়াতে শনিবারের আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য সম্পদশালী দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে আগের চেয়ে বেশি জলবায়ু তহবিল দেওয়ার প্রস্তাব রাখে।
আগের প্রস্তাবিত জলবায়ু তহবিল বছরপ্রতি ২৫ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার কোটি ডলার করার প্রস্তাব রাখে তারা। কিন্তু উন্নয়নশীল কোনও কোনও দেশ জালবায়ু পরিবর্তন মোকাবেলায় ৫০ হাজার কোটি ডলারের তহবিল দাবি করে।
এর মধ্যে আরেক নাটকীয় ঘটনায় কয়েকটি দেশ অর্থায়ন নিয়ে একটি ষুষ্ঠু চুক্তি হওয়ার দাবি জানায় এবং তাদের কথা শোনা হচ্ছে না অভিযোগ করে আলোচনা থেকে ওয়াকআউট করে। মূলত ছোট্ট দ্বীপদেশগুলো আলোচনা ছেড়ে বেরিয়ে যায়, যার মধ্যে আছে ক্যারিবীয় দেশগুলোও।
এই ছোট দ্বীপদেশগুলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। আর জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নেওয়ার জন্য পর্যাপ্ত অর্থও দেশগুলোর নেই।
দেশগুলোর ওয়াকআউটে আলোচনা ভেস্তে যেতে বসায় কপ২৯ সম্মেলনের প্রেসিডেন্ট মুক্তার বাবায়েভ বলেন, “সময় আমাদের অনুকূলে নেই।”
সম্মেলনে প্রায় ২০০ টি দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়ন নিয়ে একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে। কিন্তু মতানৈক্যের কারণে ইতোমধ্যেই ২৪ ঘন্টারও বেশি সময়ের বাড়তি আলোচনা চলেছে।
- ট্যাগ সমূহঃ
- অর্থায়ন নিয়ে
![অর্থায়ন নিয়ে বিতর্কে ওয়াকআউট, আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)