ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ মে, ২০২৪ | ৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি রেকর্ড সর্বোচ্চে
২৪ মে, ২০২৪ | ৯:৩০ পিএম
![অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি রেকর্ড সর্বোচ্চে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/24/20240524144316_original_webp.webp)
চলতি বছরের এপ্রিলে অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি চার বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও শুল্ক সুবিধা বাড়ায় অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানি বাড়িয়েছে চীন। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির শুল্ক বিভাগ।
চীনের শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, এপ্রিলে অস্ট্রেলিয়া থেকে মোট ৭১ লাখ ৯০ হাজার টন কয়লা আমদানি করেছে চীন, যা ২০২০ সালের পর থেকে রেকর্ড সর্বোচ্চ। এছাড়া এপ্রিলে অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানির এ পরিমাণ ২০১৯ সালের একই সময় থেকে ২৫ শতাংশ বেশি।
চীন বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলক ও ব্যবহারকারী দেশ এবং অস্ট্রেলিয়া ছিল দেশটির আমদানীকৃত কয়লার সবচেয়ে বড় উৎস। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই এ দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ফাটল দেখা দেয়। অস্ট্রেলিয়া থেকে অনানুষ্ঠানিকভাবে কয়লা আমদানি বন্ধ করে দেয় চীন। এ সময় রাশিয়াসহ অন্য উৎস থেকে আমদানি বাড়ানো হয়। পাশাপাশি দেশীয় উত্তোলন বাড়াতেও জোর দেয় সরকার। তবে এসব উৎস থেকে আসা বেশির ভাগ কয়লাই ছিল নিম্নমানের।
এরপর গত বছর চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে বৈরিতায় বরফ গলতে শুরু করলে ফের উন্মুক্ত হয় দ্বিপক্ষীয় কয়লা বাণিজ্যের পথ। চীন সরকার দেশটির সব কোম্পানিকে অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানির অনুমতি দেয়।
![অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি রেকর্ড সর্বোচ্চে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)