ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৪ | ১:০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
অ্যানথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ অ্যামাজনের
২৫ নভেম্বর, ২০২৪ | ১:০ এএম

ছবি: সংগ্রহ
কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফার্ম অ্যানথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এর আগেও কোম্পানি দুটি একই সঙ্গে কাজ করেছে। তবে এবারের বিনিয়োগে অর্থের পরিমাণ আগের তুলনায় বেড়েছে।
প্রাথমিক পর্যায়ে অ্যামাজনের ক্লাউড সলিউশন, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) অ্যানথ্রোপিকের সঙ্গে কাজ করবে। সংস্থাটির এআই মডেলকে প্রশিক্ষণের জন্য এডব্লিউএসের চিপ ব্যবহৃত হবে।
এডব্লিউএসের সিইও ম্যাট গারম্যান একটি বিবৃতিতে বলেছেন, ‘জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে গ্রাহক পরিষেবা যতদূর যেতে পারে তার সীমানা আমরা এগিয়ে রাখব।’
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ও এআই সরঞ্জামের জন্য অ্যানথ্রোপিক বেশ পরিচিত, যা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির অন্যতম প্রতিদ্বন্দ্বী।
এর ২০২৩ সালে সেপ্টেম্বরে ১২৫ কোটি ও গত মার্চে অ্যানথ্রোপিকে ২৭৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় অ্যামাজন। এবার সব মিলিয়ে বিনিয়োগ ৮০০ কোটি ডলারে পৌঁছেছে।
