ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৪ এএম
অনলাইন সংস্করণ
আইএমএফ ঋণ কর্মসূচির আওতা বাড়ছে: শর্ত ও সময়ের সঙ্গে বাড়বে ঋণের পরিমাণ
১০ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৪ এএম
![আইএমএফ ঋণ কর্মসূচির আওতা বাড়ছে: শর্ত ও সময়ের সঙ্গে বাড়বে ঋণের পরিমাণ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/10/20241210091403_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাংলাদেশের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি আরও সম্প্রসারিত হতে যাচ্ছে। সময়ের পাশাপাশি ঋণের পরিমাণও বৃদ্ধি পাবে। তবে কতটুকু বৃদ্ধি পাবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। এই বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত দুই-তিন দিনের মধ্যে জানা যাবে।
আরও পড়ুন
সরকারের পক্ষ থেকে আরও তিন বিলিয়ন ডলার ঋণের জন্য পরিকল্পনা রয়েছে, যা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এ ঋণ পেতে নতুন শর্তের বেড়াজালে পড়তে হতে পারে। চতুর্থ কিস্তি ছাড়ের শর্ত হিসেবে আইএমএফ রাজস্ব আদায়ের উন্নতি এবং আর্থিক খাতের সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে।
আইএমএফের প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। সফরকালে তারা বিভিন্ন আর্থিক বিভাগের কর্মকাণ্ড পর্যালোচনা করছে। তাদের সফর শেষে বোর্ড সভায় ঋণের পরিমাণ বাড়ানো ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বাংলাদেশ চতুর্থ কিস্তি ছাড়ের শর্তগুলো পূরণের জন্য বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।
গত জুনে আইএমএফের তৃতীয় কিস্তি ছাড় হয়। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। আইএমএফের শর্ত অনুযায়ী জুন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩ লাখ ৯৪ হাজার ৫৩০ কোটি টাকা। অথচ অর্জন হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ২০৯ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ হাজার ৩২১ কোটি টাকা কম।
সংস্কার কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ব্যাংক খাতের ঋণখেলাপির সময়সীমা কমিয়ে ৯০ দিন করা, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারমুখী করা, সুদহারের সীমা তুলে দেওয়া এবং ব্যাংক খাতে ঝুঁকিভিত্তিক সম্পদের তথ্য প্রকাশ। আইএমএফের বেঁধে দেওয়া বেশিরভাগ শর্ত ইতোমধ্যে পূরণ করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
এই ঋণ কর্মসূচির আওতায় সাতটি পারফরম্যান্স মানদণ্ড এবং বেশ কিছু কাঠামোগত শর্ত রয়েছে। সফরের সময় প্রতিনিধি দল এসব শর্তের অগ্রগতি পর্যালোচনা করবে। বিশেষ করে ২০২৫-২০২৭ অর্থবছরের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার।
আইএমএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে সংস্থাটি সর্বোচ্চ সহায়তা প্রদান করবে। তবে ঋণ সহায়তার শর্ত অনুযায়ী আর্থিক ও নীতি সংস্কার চালিয়ে যেতে হবে।
![আইএমএফ ঋণ কর্মসূচির আওতা বাড়ছে: শর্ত ও সময়ের সঙ্গে বাড়বে ঋণের পরিমাণ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)