ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৪ | ৪:২০ পিএম
অনলাইন সংস্করণ
আগস্ট মাসেও ক্রেডিট কার্ডে লেনদেনে হোঁচট
১৮ অক্টোবর, ২০২৪ | ৪:২০ পিএম
![আগস্ট মাসেও ক্রেডিট কার্ডে লেনদেনে হোঁচট](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/18/20241018112802_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জুলাইয়ের পর আগস্ট মাসেও দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের লেনদেনে হোঁচট খেয়েছে। এ মাসে ক্রেডিট কার্ডে সার্বিক লেনদেন কমেছে প্রায় ৪ শতাংশ। এ সময়ে দেশের বাইরে লেনদেন কমার হার ছিল প্রায় সাড়ে ২১ শতাংশ। আর দেশের অভ্যন্তরে লেনদেন কমেছে দশমিক ৪৫ শতাংশ। গত দুই মাস ধরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে। এরপর আছে ভারত ও যুক্তরাজ্য। এর আগে টানা কয়েক মাস ক্রেডিট কার্ডে লেনদেনের শীর্ষে ছিল ভারত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।
খাত সংশ্লিষ্টরা জানান, গত জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার প্রভাব পড়েছে ক্রেডিট কার্ডের লেনদেনেও। কারণ আন্দোলন চলাকালে সহিংস পরিস্থিতিতে বেশ কয়েকদিন বন্ধ করে দেয়া ইন্টারনেট। কয়েক দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ফলে ব্যাংকসহ অফিস-আদালতের কার্যক্রম থেমে গিয়েছিল। আবার ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছিল। পরে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের আগস্টে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন হয় ২ হাজার ৩৩২ কোটি টাকা। গত জুলাইয়ে এর পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৩৪৩ কোটি টাকা। অথচ জুনে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ২ হাজার ১৬ কোটি টাকা। অন্যতিকে গত আগস্টে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে ৩৭২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করেছেন। গত জুলাইয়েও যা ছিল ৪৭৫ কোটি টাকা। আর গত জুনে ছিল প্রায় ৫২৫ কোটি টাকা।
প্রতিবেদনে দেখা যায়, আগস্টে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে। এ মাসে দেশটিতে ক্রেডিট কার্ডে খরচ হয় ৭৫ কোটি ২০ লাখ টাকা। আগের মাসে দেশটিতে খরচ করেছিল ৭৯ কোটি ৬০ লাখ টাকা। গত আগস্টে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৫০ কোটি টাকা খরচ করেছেন। গতে জুলাইয়ে এর পরিমাণ ছিল ৭৩ কোটি টাকা। এছাড়া আগস্ট মাসে যুক্তরাজ্যে ৩৪ কোটি ৫০ লাখ টাকা, থাইল্যান্ডে ৩২ কোটি ৭০ লাখ টাকা, সিঙ্গাপুরে ৩০ কোটি ২০ লাখ টাকা, কানাডায় ২৫ কোটি ৪০ লাখ টাকা, মালেশিয়ায় ১৬ কোটি ৯০ লাখ টাকা, সংযুক্ত আরব আমিরাতে ১৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন।
ক্রেডিট কার্ডের ব্যবহার বিশ্লেষণ করে দেখা যায়, দেশের অভ্যন্তরে, বাইরে এবং দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ডিপার্টমেন্ট স্টোরগুলোয়। দেশের অভ্যন্তরে এ খাতে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ১৮০ কোটি টাকা, যা মোট লেনদেনের ৫০ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া খুচরা কেনাকাটায় ১৪ দশমিক ৬৫ শতাংশ, ইউটিলিটিতে ৯ দশমিক ৩০ শতাংশ, নগদ উত্তোলনে ৬ দশমিক ৩৫ শতাংশ, ওষুধ ও ফার্মেসিতে ৬ দশমিক ১১, পোশাক কেনাকাটায় ৪ দশমিক ২৩ শতাংশ, অর্থ স্থানান্তরে ২ দশমিক ৯০ শতাংশ, পরিবহন খাতে ২ দশমিক ৭৭ শতাংশ, ব্যবসায় এক দশমিক ৮৭, পেশাগত সেবায় দশমিক ৭৯ ও সরকারি সেবায় দশমিক ৪২ শতাংশ লেনদেন হয়।
![আগস্ট মাসেও ক্রেডিট কার্ডে লেনদেনে হোঁচট](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)