ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ এএম
অনলাইন সংস্করণ
আগামী বাজেটের আকার হতে পারে ৮ লাখ কোটি টাকা: জাহিদ হোসেন
১৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ এএম
![আগামী বাজেটের আকার হতে পারে ৮ লাখ কোটি টাকা: জাহিদ হোসেন](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/19/20250119092429_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৮ লাখ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে এ তথ্য প্রদান করেন।
জাহিদ হোসেন উল্লেখ করেন, বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে ৫ লাখ ৪২ হাজার কোটি টাকা এবং ঘাটতির পরিমাণ হতে পারে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার কোটি টাকা। তিনি আরও জানান, চলতি অর্থবছরের শেষে দেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, তবে ৫ শতাংশ প্রবৃদ্ধিতে পৌঁছাতে আরও দুই বছর সময় লাগতে পারে।
এছাড়া, জাহিদ হোসেন সরকারিভাবে ২০১৪ সাল থেকে প্রবৃদ্ধি বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে অর্থবছর ধরে প্রবৃদ্ধি কমে আসার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, "মূল্যস্ফীতির মোকাবিলায় পানির বদলে তেল ঢালা হয়েছে" এবং ২০২২ সাল থেকে প্রতি মাসে ১০০ কোটি ডলার রিজার্ভ কমেছে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি ভাবে ৭ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য রাখা হলেও, তার বিশ্লেষণে প্রকৃত প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২ শতাংশ।
এই আলোচনায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আগামী বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- আগামী
- বাজেটের
- আকার
- হতে পারে
- ৮ লাখ কোটি টাকা
![আগামী বাজেটের আকার হতে পারে ৮ লাখ কোটি টাকা: জাহিদ হোসেন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)