ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৫ | ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
আগামী বাজেটে ভ্যাট কমানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের
৩০ জানুয়ারি, ২০২৫ | ১২:২৪ পিএম
![আগামী বাজেটে ভ্যাট কমানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/30/20250130122129_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বাজেট উচ্চাভিলাষী হবে না এবং কর হার যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হবে না এবং প্রয়োজনে ভ্যাটের হার কমানো হবে।
প্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কাওরান বাজারে প্রথম আলো ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা।
এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের তুলনা তিনি করেছেন ‘ডিম পাড়া মুরগির’ সঙ্গে, এবং জানিয়েছেন যে একবারে সব ডিম নিয়ে নেয়া হলে মুরগি মরে যাবে। তিনি বলেন, “করের জন্য তাদের পেইন (ব্যথা) দাও, কিন্তু কিল (মেরে) করে ফেলো না।” এছাড়া তিনি ব্যবসায়ীদের সাথে এনবিআরের সম্পর্কের ক্ষেত্রে নরম মনোভাব প্রকাশ করেছেন, এবং কর কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গেও সহযোগিতার মনোভাব দেখানোর আহ্বান জানিয়েছেন।
অতীতে বাড়ানো ভ্যাটের কারণে বিভিন্ন খাতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পোশাক, জুস, বিস্কুট, আকাশপথে টিকিটের ওপর কর বৃদ্ধি নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, পর্যটন বা ভ্রমণের টিকিটের কমিশনের ওপর অযৌক্তিক হারে উৎসে কর কেটে রাখা হচ্ছে। এনবিআর চেয়ারম্যান এসব অভিযোগের সাথে একমত হন এবং জানান যে, বিভিন্ন খাতে ভ্যাট এবং করের হার যৌক্তিক করা হবে যাতে ব্যবসায়ীদের কষ্ট না হয়।
এছাড়া, তিনি আগামী বাজেটের পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন। বলেন, “আমদানি পর্যায়ে শুল্ক হারও যৌক্তিক করা হবে এবং শুল্ক-কর হারে বড় পরিবর্তন আসবে।” তবে, তিনি শুল্ক-কর আদায়ের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বাজেট অনেক বড় আকারে তৈরি করা হয়, কিন্তু রাজস্ব আদায়ের সক্ষমতার ওপর বাজেট নির্ভর করে না। এতে নিয়মিত করদাতাদের ওপর বাড়তি চাপ পড়ছে এবং এই পরিস্থিতি পরিবর্তন করা হবে।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, আগামী বছর থেকে কোম্পানি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা চালু করা হবে এবং ১৪টি ভালো প্রতিষ্ঠানকে ‘অথরাইজড ইকোনমিক অপারেটর (এও)’ সনদ প্রদান করা হবে, যারা জাহাজ থেকে সরাসরি পণ্য খালাস করে গুদামে নিয়ে যাবেন।
এনবিআর চেয়ারম্যানের মতে, ব্যবসায়ী ও কর কর্মকর্তা-উভয়ের মধ্যে বিশ্বাস-অবিশ্বাসের সম্পর্ক রয়েছে। তিনি মনে করেন, কর কর্মকর্তাদের উচিত ব্যবসায়ীদের সক্ষমতার দিকে নজর রেখে কর আরোপ করা, না হলে ব্যবসায়ীরা তাদের সম্পত্তি বিক্রি করে কর দেবেন না।
![আগামী বাজেটে ভ্যাট কমানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)