ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৪ | ১১:০ এএম
অনলাইন সংস্করণ
আজ থেকে উৎপাদনে শুরু হচ্ছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
৩০ নভেম্বর, ২০২৪ | ১১:০ এএম
![আজ থেকে উৎপাদনে শুরু হচ্ছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/30/20241130102028_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আজ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে।
এরপর বিকেল থেকে কয়লা খালাসের কার্যক্রম চলছে। গতকাল বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী রবিবার ৬৬ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আরেকটি জাহাজ মাতারবাড়ীতে আসবে। আইনি জটিলতা শেষে এই বিদ্যুৎকেন্দ্রে এক বছরে ৩৫ লাখ টন কয়লা আমদানি করার জন্য মেঘনা গ্রুপ ও বিরলা নামে যৌথ একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে জেটিতে জাহাজ ভিড়েছে। ফলে এক মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে এই বিদ্যুৎকেন্দ্র আবারও উৎপাদনে যাচ্ছে ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিট।
এখন বিদ্যুতের চাহিদা আগের চেয়ে কমেছে। তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইউনিটের আরো ৬০০ মেগাওয়াট উৎপাদনে যাবে।’
এর আগে গত ৩১ অক্টোবর কয়লাসংকটের কারণে এক হাজার ২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
![আজ থেকে উৎপাদনে শুরু হচ্ছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)