ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০৭:৩০ পিএম

আজ থেকে এমআর পাসপোর্ট পাবেন সৌদি প্রবাসীরা

১৫ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩২ এএম

আজ থেকে এমআর পাসপোর্ট পাবেন সৌদি প্রবাসীরা

ছবি: সংগ্রহ

আজ ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান শুরু হয়েছে। প্রথম পর্যায়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে আবেদনকৃত প্রবাসীদের হাতে এই পাসপোর্ট তুলে দেওয়া হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় এবং পরে পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশে প্রবাসীদের মধ্যে এমআরপি বিতরণ শুরু হবে।


সৌদি আরব এবং মালয়েশিয়ায় অনেক প্রবাসী কর্মী সময়মতো পাসপোর্ট নবায়ন করতে না পারার কারণে চরম অনিশ্চয়তায় ছিলেন। এর মধ্যে ২৬ হাজার বাংলাদেশি কর্মীর জীবিকা হুমকির মুখে পড়ে। অনেকের দেশে ফিরে আসার আশঙ্কাও তৈরি হয়েছিল।

 

এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, এত বেশি পরিমাণ এমআরপি পাসপোর্ট প্রস্তুত করা হচ্ছে যে, আগামী দুই-তিন বছরে এ ধরনের সমস্যা আর হবে না। প্রবাসীদের দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে পাসপোর্ট বিতরণ শুরু হবে।


মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন জানান, সৌদি আরবের পর ২০ ডিসেম্বর মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে এমআরপি পাসপোর্ট দেওয়া শুরু হবে। এরপর ইতালি ও অন্যান্য দেশে এই কার্যক্রম চালু হবে।


প্রবাসী কর্মীদের জীবিকা ও অবস্থান নিরাপদ রাখতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সময়মতো পাসপোর্ট নবায়নের মাধ্যমে প্রবাসীরা বিদেশে তাদের কর্মক্ষেত্রে নির্বিঘ্নে থাকতে পারবেন। এটি প্রবাসী কর্মীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে এবং তাদের জন্য একটি বড় স্বস্তি এনে দেবে।

আজ থেকে এমআর পাসপোর্ট পাবেন সৌদি প্রবাসীরা