ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
আজ থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি
১৯ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৭ পিএম
![আজ থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/19/20250119175749_original_webp.webp)
ছবি: সংগ্রহ
রাজধানী ঢাকায় ইলিশের দাম কমাতে এবং সাধারণ জনগণের কাছে এই মাছের স্বাদ পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সংস্থাটি ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি করবে।
আরও পড়ুন
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর, কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে বিক্রি হবে এই ইলিশ মাছ। কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান জানিয়েছেন, রবিবার উদ্বোধনের পর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছের মজুদ থাকা সাপেক্ষে এই বিক্রয় কার্যক্রম চলবে।
বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস বলেন, "এই লটে মোট ৮৫০ কেজি ইলিশ মাছ বিক্রয়ের জন্য প্রস্তুত। ক্রেতারা আগে আসলে আগে পাবেন। আমাদের ধারণা, এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে।"
এই উদ্যোগের উদ্দেশ্য হলো, সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছ সরবরাহ করে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিএফডিসি এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির স্লোগান হলো "স্বাদে গন্ধে অতুলনীয়-ইলিশ কিনে হোন ধন্য"।
- ট্যাগ সমূহঃ
- ইলিশ বিক্রি
- আজ
- থেকে
![আজ থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)