ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৫ | ২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
আটকে রাখা পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
২০ জানুয়ারি, ২০২৫ | ২:২৪ পিএম
![আটকে রাখা পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/20/20250120142408_original_webp.webp)
ছবি: সংগ্রহ
মিয়ানমারের আরাকান আর্মি তিন দিনের মাথায় অবশেষে দুইটি পণ্যবাহী বাংলাদেশি কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে। মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসার পথে নাফ নদীর মোহনায় এই জাহাজ দুটি আটক করেছিল আরাকান আর্মি।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুর জানান, আটকে রাখা এই দুইটি কার্গো জাহাজে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্যের আনুমানিক ৫০ কোটি টাকার মালামাল ছিল।
জাহাজ দুটি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসছিল। তবে, আরাকান আর্মি তাদের আটক করে এবং তাদের জিম্মি করে রাখে।
এদিকে, মিয়ানমারে চলমান সংঘাতের কারণে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে, যার ফলে টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্যে বড় প্রভাব পড়েছে। কিছুদিন ধরে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে এবং ইয়াঙ্গুন শহর থেকে এসে যেসব পণ্য আমদানি হয়, সেগুলোও অনেকটা বিচ্ছিন্নভাবে আসছে।
বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, পণ্যবাহী এসব জাহাজকে ছাড়পত্র নিয়ে বন্দরে পৌঁছানোর আগে নতুন করে আর কোনো বাধা সৃষ্টি না হওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- আটকে
- রাখা
- পণ্যবাহী জাহাজ
- ছেড়ে
- আরাকান আর্মি
![আটকে রাখা পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)