ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫১:১৩ পিএম

আদানির শেয়ার ও বন্ডের দর পতন

২২ নভেম্বর, ২০২৪ | ২:২০ পিএম

আদানির শেয়ার ও বন্ডের দর পতন

ছবি: সংগ্রহ

বিলিয়ন ডলার প্রতারণা ও ঘুস দেয়ার অভিযোগে গৌতম আদানিকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযোগে এ ভারতীয় ধনকুবেরের ভাগনে সাগর আদানিসহ আরো সাত জ্যেষ্ঠ নির্বাহীর নাম রয়েছে। এ ঘটনার পর আদানি গ্রুপভুক্ত কোম্পানিগুলোর শেয়ারদর ১০-২০ শতাংশ কমেছে। বন্ডের দরেও পতন ঘটেছে।


নিউইয়র্কের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লিসা মিলার জানান, ‘অভিযুক্তরা সৌরবিদ্যুৎ সম্পর্কিত চুক্তির জন্য ভারতে সরকারি কর্মকর্তাদের ২৬ কোটি ৫০ লাখ ডলারের বেশি ঘুসের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিনিয়োগকারী ও ব্যাংককে মিথ্যা তথ্য দিয়ে শত শত কোটি ডলার সংগ্রহ ও ন্যায়বিচার এড়াতে ঘুস ব্যবহার করা হয়।’


তিনি বলেন, ‘দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে বড় রাষ্ট্রীয় জ্বালানি চুক্তি নিশ্চিত ও তহবিল সংগ্রহের জন্য শীর্ষ নির্বাহী ও পরিচালকরা এ অপরাধ কর্মকাণ্ড চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে মার্কিন বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে।’


আদানির সৌরবিদ্যুৎ চুক্তিগুলো প্রায় দুই দশকে কর-পরবর্তী ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জন করবে বলে আশা করা হয়েছিল।

 

মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা জানান, চুক্তির অগ্রগতির জন্য আদানি সশরীরে ভারতীয় এক সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করেন। ঘটনাটি ২০২০-২৪ সালের মধ্যে ঘটেছিল। ঘুসের বিষয়ে তারা যে একাধিকবার দেখা করেছেন, তার প্রমাণ বেশ কয়েকটি ছবিতে পাওয়া গেছে।

 

অভিযোগ ওঠার পরপর গতকাল আদানি গ্রিন এনার্জি ডলার বন্ডের মাধ্যমে ৬০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা বাতিল করেছে। যদিও বন্ডের মূল্য এরই মধ্যে নির্ধারিত হয়েছিল। এ কোম্পানির শেয়ারদর কমেছে ১৬ শতাংশ। এন্টারপ্রাইজসহ গ্রুপের অন্য অনেক সংস্থার স্টক ১০ শতাংশের বেশি পতন দেখেছে।

 

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের এশিয়ান ট্রেডিংয়ে আদানি ডলার বন্ডের দাম ৩-৫ সেন্ট কমেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আদানি গ্রুপের পতনের পর এটিই সবচেয়ে বড় পতন।

 

গ্রুপটি ভারতে বৃহস্পতিবারের বাণিজ্যে ২ হাজার কোটি ডলার বিলিয়ন মূল্য হারিয়েছে, ফলে তাদের সংস্থার সম্মিলিত বাজার মূলধন ১৪ হাজার ৮০০ কোটি ডলার হয়েছে। গত বছরের হিন্ডেনবার্গ রিপোর্টের আগে, গ্রুপটির বাজার মূল্য ছিল ২৩ হাজার ৫০০ কোটি ডলার।

 

এছাড়া আদানির অংশীদার অস্ট্রেলিয়ার বিনিয়োগ সংস্থা জিকিউজির শেয়ারদর ২০ শতাংশ কমেছে, তিন বছর আগে কোম্পানিটির যাত্রা হওয়ার পর শেয়ারে এটিই সবচেয়ে বড় পতন। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে আদানি এন্টারপ্রাইজের ৩ দশমিক ৪ শতাংশ, আদানি পোর্টসের ৪ দশমিক ১ শতাংশ, আদানি ট্রান্সমিশনের ২ দশমিক ৫ শতাংশ ও আদানি গ্রিন এনার্জির ৩ দশমিক ৫ শতাংশ।

 

পশ্চিম ভারতে বিশ্বের বৃহত্তম এনার্জি প্লান্ট নির্মাণে কাজ করা আদানি গ্রিন ভারতের দুটি প্রধান স্টক এক্সচেঞ্জকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে কোম্পানিটি উল্লেখ করেছে যে মার্কিন কর্মকর্তারা তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি উভয় ধরনের অভিযোগ দায়ের করেছেন।

আদানির শেয়ার ও বন্ডের দর পতন