ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:২৬:৪২ এএম

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০ এএম

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

ছবি: সংগ্রহ

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। এমন তথ্যের জের ধরে গতকাল আগের দিনের তুলনায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। 


অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ১৭ সেন্ট কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৭৫ ডলার ৮৭ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩০ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭১ ডলার ৯৫ সেন্টে স্থির হয়েছে।


এদিকে মার্চের সরবরাহ চুক্তির মেয়াদ গতকাল শেষ হয়েছে। এপ্রিলে সরবরাহ চুক্তিতে জ্বালানি তেলের দাম ২২ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭১ ডলার ৮৮ সেন্টে নেমেছে। এর আগে রাশিয়া থেকে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বুধবার জ্বালানি তেলের দাম এক সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছিল।

 

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের দেয়া তথ্যের বরাতে বাজারসংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে জ্বালানি তেলের মজুদ ৩৩ লাখ ৪০ হাজার ব্যারেল বেড়েছে। বিশ্লেষকদের দেয়া পূর্বাভাস অনুযায়ী, গত সপ্তাহে প্রায় ২২ লাখ ব্যারেল মার্কিন মজুদে যোগ হয়েছে। এ পূর্বাভাস সঠিক হলে ২০২৪ সালের এপ্রিলের পর এটিই হবে প্রথমবারের মতো জ্বালানি তেলের মজুদ বৃদ্ধির ঘটনা।

 

বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত আমদানি শুল্ক জ্বালানি তেলের দামেও প্রভাব ফেলতে পারে। কারণ শুল্ক কার্যকরের পর বৈশ্বিক অর্থনীতি দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কমতে পারে জ্বালানি তেলের চাহিদা। এছাড়া ইউরোপ ও চীনের চাহিদাও পণ্যটির দাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

 

আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এসইবির চিফ অ্যানালিস্ট কমোডিটিস বিয়র্ন শিলড্রপ বলেন, ‘ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত বিশ্বে চলমান ‘‘মুক্ত বাণিজ্য কাঠামো’’ ধ্বংসের হুমকি। যুক্তরাষ্ট্র থেকে গাড়ি আমদানিতে এ ধরনের শুল্ক আরোপে জোর দিয়েছেন তিনি।’

 

অন্যদিকে রাশিয়া জানিয়েছে, মঙ্গলবার ইউক্রেনের ড্রোন হামলা় একটি পাম্পিং স্টেশনে আঘাত হেনেছে। এতে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (কাজাখস্তান থেকে তেল রফতানির একটি প্রধান রুট) থেকে জ্বালানি তেল সরবরাহ ৩০-৪০ শতাংশ কমে গেছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, ৩০ শতাংশ হ্রাস বাজার সরবরাহে দৈনিক গড়ে ৩ লাখ ৮০ হাজার ব্যারেল ক্ষতির সমান।

 

তবে এটি জ্বালানি তেলের বাজারে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলার আশঙ্কা কম। কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করবে। এটি পণ্যটির দাম কমানোয় সহায়ক হতে পারে। এদিকে আইএনজির বিশ্লেষকরা জানিয়েছেন, ইরাকের কুর্দিস্তান থেকে পুনরায় জ্বালানি তেলের প্রবাহ শুরু হতে পারে।

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম