ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ মে, ২০২৪ | ৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী
২৯ মে, ২০২৪ | ৮:৩৫ এএম
![আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/29/20240529083507_original_webp.webp)
আন্তর্জাতিক বাজারে আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে গতকাল এ পণ্যের দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৪২ ডলার ৭৩ সেন্টে। খবর রয়টার্স।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণ কেনাবেচা হয়েছে ২ হাজার ৩৪৩ ডলার ৬০ সেন্টে।
দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী ছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার বাড়াতে পারে এমন সম্ভাবনা প্রকাশের পর স্বর্ণের দাম কমে গিয়েছিল।
চলতি সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা। এ প্রতিবেদনসামনে রেখে সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন ফেডের নীতিনির্ধারকরা। সুদহার কমতে পারে এমন আশাবাদ সামনে রেখেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে।
এদিকে গতকাল স্পট মার্কেটে রুপার দামও আগের দিনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি কেনাবেচা হয়েছে ৩০ ডলার ৮৩ সেন্টে। প্লাটিনামের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪০ ডলার ২৫ সেন্টে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দামও আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি কেনাবেচা হয়েছে ৯৭৬ ডলার ৭২ সেন্টে।
- ট্যাগ সমূহঃ
- স্বর্ণ
- আন্তর্জাতিক
- ঊর্ধ্বমুখী
![আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)