ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৪:৪৫:৩৪ এএম

আফ্রিকান কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের প্রথম সভা

১ মার্চ, ২০২৫ | ১২:৩৫ পিএম

আফ্রিকান কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের প্রথম সভা

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ও আফ্রিকান দেশগুলোর কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আফ্রিকান কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের (এসিসিবি) প্রথম সভা সম্প্রতি রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। সভাটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হয় এবং এতে অংশগ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণসহ বাংলাদেশের বিভিন্ন আফ্রিকান দেশের অনারারি কনসালরা।

 

 

সভাটি আয়োজিত হয় উগান্ডার অনারারি কনসাল ও এসিসিবির আহ্বায়ক আবুল হোসেনের নেতৃত্বে, এবং এর মূল উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য, সংস্কৃতি, কৃষি, জনকূটনীতি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করা।

 

 

সভায় অংশগ্রহণকারী কনস্যুলার প্রতিনিধিরা বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এর মধ্যে অন্যতম ছিল ‘আফ্রিকা-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’ আয়োজনের প্রস্তাবনা, যা বাংলাদেশ ও আফ্রিকার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন। তিনি বাংলাদেশ এবং আফ্রিকার মধ্যে সম্পর্ক জোরদারে অনারারি কনসালদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন এবং এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

 

তিনি আরও বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইং অনারারি কনসালদের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক কার্যক্রমে পূর্ণ সহায়তা প্রদান করবে।"

 

 

এছাড়া, সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন আফ্রিকান দেশের অনারারি কনসালরা, যেমন- রুয়ান্ডার অনারারি কনসাল মোহাম্মদ ইকবাল হোসেন, দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান আলম সেথ, মালাউইর অনারারি কনসাল মোহাম্মদ রিয়াদ আলী, নামিবিয়র অনারারি কনসাল আখতার হোসেন, দক্ষিণ সুদানের অনারারি কনসাল নুরুল ইসলাম এবং জাম্বিয়ার অনারারি কনসাল ড. মোহাম্মদ জায়েদ আলম।

 

 

বাংলাদেশ-আফ্রিকা সম্পর্কের নতুন দিগন্ত খুলে দেওয়া এই প্রথম এসিসিবি সভাটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মাধ্যমে বাংলাদেশ ও আফ্রিকার মধ্যে নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত হবে।

আফ্রিকান কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের প্রথম সভা