ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৫ | ২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
আমদানি পরিশোধের চাপ, অস্থিতিশীল হচ্ছে ডলারের বাজার
৩০ জানুয়ারি, ২০২৫ | ২:৩৫ পিএম
![আমদানি পরিশোধের চাপ, অস্থিতিশীল হচ্ছে ডলারের বাজার](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/30/20250130143546_original_webp.webp)
ছবি: সংগ্রহ
কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি এবং গত তিন সপ্তাহে বাজারে স্থিতিশীলতা থাকার পর ব্যাংকগুলোতে ওভারডিউ পেমেন্টের চাপ বাড়ায় রেমিট্যান্স ডলারের বাজার আবার অস্থিতিশীল হয়ে উঠেছে।
আরও পড়ুন
বর্তমানে, অন্তত আটটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, রেমিট্যান্স ডলারের ক্রয়মূল্য বেড়ে ১২২ দশমিক ৫০ টাকায় পৌঁছেছে। গত দুই সপ্তাহে এই ডলারের দাম প্রায় ৫০ বেসিস পয়েন্ট বেড়েছে, এবং গতকাল মঙ্গলবার একদিনেই দাম বেড়েছে ২০ বেসিস পয়েন্ট। যদিও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যাংকগুলো এখনও রেমিট্যান্স ডলারের দাম ১২২ টাকা রেখেছে, বাস্তব বাজারে দাম বাড়ছে।
ডিসেম্বরের শেষ দিকে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর জন্য রেমিট্যান্স ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা নির্ধারণ করে এবং এক টাকার মধ্যে ডলার কেনাবেচার ব্যবধান রাখার নির্দেশনা দেয়। একই সঙ্গে, কোনো ব্যাংক নিয়ম ভাঙলে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
তবে, বর্তমানে ব্যাংকগুলোর মধ্যে ডলার সংগ্রহের প্রতিযোগিতা তীব্র হওয়ায়, বিশেষ করে ওভারডিউ পেমেন্টের চাপ বাড়ায়, ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে। ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের অথরাইজড ডিলারস ফোরামের সভায় নতুন নির্দেশনা জারি করা হয়, যেখানে ব্যাংকগুলোকে দ্রুত ওভারডিউ পেমেন্ট পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা রেমিট্যান্স ডলারের চাহিদা বাড়িয়ে দিয়েছে, ফলে দাম আরও বাড়ছে।
একটি বিদেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কান্ট্রিহেড বলেন, "বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর কিছুটা স্থিতিশীলতা ছিল, তবে এখন আবার বাজার অস্থির হয়ে উঠেছে। বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রেমিট্যান্স ডলার কিনতে আগ্রাসীভাবে প্রতিযোগিতা করছে, ফলে দাম বাড়ছে।"
রাষ্ট্রায়ত্ত এক ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তাও জানান, তারা বাংলাদেশ ব্যাংক থেকে ডলার সহায়তা পাচ্ছেন না এবং আন্তঃব্যাংক বাজারেও চাহিদামতো ডলার পাওয়া যাচ্ছে না। ফলে, বাধ্য হয়ে ব্যাংকগুলো কিছুটা বেশি দামে রেমিট্যান্স ডলার কিনছে, যাতে সরকারি এলসি পরিশোধের শর্ত পূর্ণ করা যায়।
এ পরিস্থিতিতে, ব্যাংকগুলোর মধ্যে ডলার ক্রয়ের আগ্রহ বৃদ্ধি এবং চাহিদার সঙ্গে বাজারে রেমিট্যান্স ডলারের দাম বাড়তে থাকায় দেশের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
- ট্যাগ সমূহঃ
- আমদানি
- পরিশোধের চাপ
- অস্থিতিশীল
- ডলারের বাজার
![আমদানি পরিশোধের চাপ, অস্থিতিশীল হচ্ছে ডলারের বাজার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)