ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
আরএফইডি’র নতুন কমিটির পথচলা শুরু
২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩৫ পিএম

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি হিসেবে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার গোলাম রাব্বানী দায়িত্ব গ্রহণ করেন।
সোমবার ইসির ইটিআই ভবনে আরএফইডির অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেন। আগের কমিটিকে বিদায়ী সংবর্ধনা জানায় নতুন কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হন ৯ ফেব্রুয়ারি। এই কমিটির সহ-সভাপতি পদে আ ন ম মহিবুব উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ, সাংগঠনিক সম্পাদক পদে নিয়ামুল আজিজ সাদেক, দপ্তর সম্পাদক পদে আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এম লিংকনের অভিষেক হয়।এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব গ্রহণ করেন ফারজানা আক্তার, নাজনীন আক্তার লাকী, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত ও জাহিদুল ইসলাম।
এছাড়া সম্মাননা দেয়া হয় আরএফইডি’র নির্বাচন ২০২৫ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার কাজী হাফিজ ও সাইদুর রহমান। এছাড়া রিপোর্টিং অ্যাওয়ার্ডের বিচারক তৌহিদুল ইসলামকেও সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানায় প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষ
