ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ
আরও ১ বিলিয়ন ঋণে সায় আইএমএফের
১৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৩ এএম
![আরও ১ বিলিয়ন ঋণে সায় আইএমএফের](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/18/20241218105246_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাংলাদেশের জন্য চলমান ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পাশাপাশি আরও ১ বিলিয়ন ডলারের নতুন ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এই অতিরিক্ত ঋণ পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। নতুন ঋণ ছাড়ের জন্য আইএমএফ আরও ছয় মাস সময় চেয়েছে।
আরও পড়ুন
সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর আইএমএফ জানিয়েছে, ২০২৬ সালের পরবর্তী ছয় মাসে এই ঋণ ছাড় হতে পারে। তবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রস্তাবিত ৩ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে এখনই আগ্রহ প্রকাশ করেনি সংস্থাটি।
গত আগস্টে সরকারের সঙ্গে বৈঠকে আইএমএফ নতুন ঋণের জন্য রাজস্ব আদায় বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানো এবং ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করার মতো শর্ত জুড়ে দেয়। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পলিসি ও প্রশাসনের আলাদা কাঠামো তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।
আইএমএফ মিশনের একাধিক বৈঠকে বিদ্যমান ঋণ কর্মসূচির শর্ত পূরণ নিয়ে আলোচনা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি র্যাপ-আপ বৈঠকে নতুন ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২০১৩ সালের জানুয়ারিতে আইএমএফের অনুমোদিত ৪.৭ বিলিয়ন ডলার ঋণ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত তিন কিস্তিতে ২.৩ বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ। চলমান ঋণের চতুর্থ কিস্তি ছাড় এবং নতুন ঋণের আলোচনা নিয়ে আইএমএফ ঢাকায় একটি ১৩ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে।
সংস্থাটি রাজস্ব খাতে কর অব্যাহতি কমানো এবং বাজেটে বিদ্যমান কর কাঠামো সংস্কার করার ওপর জোর দিচ্ছে। ভর্তুকি কমিয়ে সরকারি খরচে সমন্বয় আনার বিষয়েও শর্ত আরোপ করতে পারে। ব্যাংকিং খাতের জন্য আইএমএফ বাংলাদেশ ব্যাংক আদেশ, ব্যাংক কোম্পানি আইন এবং দেউলিয়া আইন সংশোধনের সুপারিশ করেছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "নতুন ঋণ নিয়ে আলোচনা ইতিবাচক। তবে তিন বিলিয়নের প্রস্তাব নিয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। বুধবারের বৈঠকে এসব বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।"
এদিকে, আইএমএফ তাদের পলিসি ডকুমেন্টে অর্থনৈতিক ও আর্থিক সংস্কারের বিষয়ে সরকারকে চূড়ান্ত শর্তাবলী দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে লেটার অব ইনটেন্ট, টেকনিক্যাল মেমোরেন্ডাম এবং সমঝোতা স্মারক। নতুন ঋণের প্রস্তাব কার্যকর হলে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- আইএমএফ
- বাংলাদেশ ঋণ
- নতুন ঋণ শর্ত
- রাজস্ব সংস্কার
- ভর্তুকি কমানো
![আরও ১ বিলিয়ন ঋণে সায় আইএমএফের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)