ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৩৯:২৯ পিএম

আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

৬ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৪ এএম

আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), যা কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে, গণমাধ্যমে কর্মরত ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে। রবিবার (৫ জানুয়ারি) প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে কয়েকজন গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

 

তলবকৃত সাংবাদিকদের মধ্যে রয়েছে সাইফুল আলম, দৈনিক যুগান্তরের সম্পাদক, প্রণব সাহা, ডিবিসি নিউজের বার্তাপ্রধান, হাসান জাহিদ তুষার, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি, এম শামসুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও, মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তাপ্রধান, অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট

 

 

এছাড়া, তালিকায় আরো আছেন মো. রুহুল আমিন রাসেল, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক, মাহমুদ হাসান, বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক, জাফর আহমেদ, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার (বর্তমানে বাংলানিউজে কর্মরত), এমজি কিবরিয়া চৌধুরী, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক, দীপক চৌধুরী, আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির চিফ রিপোর্টার, অখিল কুমার পোদ্দার, একুশে টিভির হেড অফ ইনপুট, ঝুমুর বারী, একাত্তর টিভির সাংবাদিক, জিয়াদুর রহমান, একুশে সংবাদ ডটকমের সম্পাদক, আঙ্গুর নাহার মন্টি, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি, নাসির উদ্দিন সাথী, মাই টিভির চেয়ারম্যান, মাহমুদ আল ফয়সাল, এসএ টিভির হেড অব নিউজ, রাশেদ কাঞ্চন, নির্বাহী পরিচালক, এসএ টিভি, শাহনাজ সিদ্দিকী, বাসসের সিনিয়র রিপোর্টার, রাশেদ চৌধুরী, একুশে টিভির সাংবাদিক, রামা প্রসাদ, সমকালের সাংবাদিক।

 

এটি এক সপ্তাহ আগে বিএফআইইউ কর্তৃক ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলবের পরবর্তী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একইসাথে, তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছিল। এর মাধ্যমে বিএফআইইউ সম্ভবত সন্দেহভাজন আর্থিক লেনদেনের তদারকি করছে, তবে এর সুনির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

 

বিএফআইইউ এমন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাংবাদিকদের আর্থিক কার্যকলাপের ওপর নজর রাখছে বলে মনে করা হচ্ছে। তবে সাংবাদিকরা এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন।

 

 

এখন পর্যন্ত কোন সাংবাদিক বা সংগঠন এই পদক্ষেপের বিরুদ্ধে মন্তব্য করেনি, তবে সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে শঙ্কা ও আলোচনা চলছে। কিছু সংবাদমাধ্যম দাবি করছে, এই ধরনের পদক্ষেপ সাংবাদিকদের স্বাধীনতা ও কার্যকলাপে বাধা সৃষ্টি করতে পারে।

 

 

বিএফআইইউ মূলত আর্থিক অপরাধের তদন্ত ও অনুসন্ধান করে থাকে এবং অবৈধ অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাসী অর্থায়ন ও অন্যান্য আর্থিক অপরাধ সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। এর আগেও বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তি বিশেষের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তবে সাংবাদিকদের উপর এমন নজরদারি একটি বিতর্কিত বিষয় হয়ে উঠতে পারে।

 

 

এখন দেখার বিষয়, বিএফআইইউ কর্তৃক নেওয়া এই পদক্ষেপের পর সাংবাদিক সমাজে কী ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এবং এটি পরবর্তী সময়ে কীভাবে পরিস্থিতি গড়ে তোলে।

আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব