ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৩০:৩০ পিএম

আর্থিক বিশ্লেষণ ও কদম আলি: মোঃ আলীমুজ্জামান

২৮ মে, ২০২৪ | ৪:২২ পিএম

আর্থিক বিশ্লেষণ ও কদম আলি: মোঃ আলীমুজ্জামান

কোথায় তোমাদের হতাশা গ্রস্থ মানুষ,তারা কী পড়ে না, ব্রিটিশ অর্থনীতি বিগত কয়েক দশকের সবচেয়ে খারাপ অবস্থানে। তাদের ঋণের পরিমাণ মোট দেশজ উৎপাদনের ১০০%, অধিক সুদ হার ও মুদ্রাস্ফীতি নিয়ে কঠিন চ্যালঞ্জিং সময় পার করছে। বহু বাংলাদেশী থাকে, কেউ বলে এসব কথা। কদম আলি বলে একটু থামল।


বললাম, কোন ভূমিকা ছাড়া শুরু করে দীলা, সাব্বাস কোথায় ছিলে বন্ধু।


ও বলল, রাখো তোমার সাব্বাস, সে দেশের চিন্তাবিদরা বলছেন খরচ কমানোর বিকল্প নাই কিন্তু কোথায় কমবে? অলরেডি পাবলিক সার্ভিস ও বিচার বিভাগ সহ বাকিরা রাস্তায়। আইএমএফ বলছে ঋণ নিতে ও কর বাড়াতে। সেদিকে গেলে মুদ্রাস্ফীতি কমানো যাবে না, একটাই উপায় আবার সেই ঋণের দিকে যাওয়া। তারা হয়তো কোন শর্ত ছাড়া ঋণ পাবে কারণ তারা তো মোড়লের কাতারে, তোমাদের মতো তো দেশের সুবিধা বন্ধ করতে নিজের দুর্বল জায়গা অর্থের লোভে বিক্রি করবে না। পরোও রে ভাই তোমরা।


বললাম, তুমি তো আর্টফিসিয়াল ইন্টেলিজেন্স, অর্থের দরকার নাই, মানুষ হলে আর বউয়ের পাদানি খেলে বুঝতা।


ও বলল, মানুষ বলে তোমাদের এত টাকা, এত বাড়ি গাড়ি কেন লাগবে। দেশের স্বার্থ বিক্রি করে নিজের স্বার্থ দেখবে? চারিপাশে এত কিছু দেখ, তাও শিক্ষা নাও না। বেশি বলতে চাই না, সাম্পর্তিক দুইটা ঘটনা থেকে কি শিক্ষা নিবে?


বললাম, আসলে একটা মর্মান্তিক, অন্যটা বিচারাধীন তাই কথা বলতে চাই না। তবে শিক্ষা নেওয়ার বহু কিছু আছে, যদি কেউ চায়।


ও বলল, আসলে তোমরা সব দেখ শোন, বোঝার জায়গায়ও আছে কিন্তু শুধু মনে কর যে তোমার বেলায় এটা ঘটবে না। যাহোক অর্থনীতির জায়গায় আসি, ব্রিটিশ যারা পৃথিবী শাসন করত, তাদের দেশের যদি পাবলিক সার্ভিস গন অর্থের জন্য রাস্তায়। তোমাদের দেশ তো সেই তুলনায় ভালো আছে। এখনও তো দেশজ উৎপাদনের ধারে পাশে ঋণের পরিমাণ হয় রিজার্ভ এখনও তিন মাসের আমদানি বাণিজ্যের বিল পরিশোধ করা যাবে। এর মধ্যে রপ্তানি ও রেমিটেন্স থেমে থাকবে না। তোমরা আসলে হতাশ্য তৈরি করে লাভবান হওয়ার ধান্দায় থাকো।


বললাম, বহু জ্ঞান দিয়ে ফেলেছ, অর্থনীতি ভাবে চাঙ্গা হবে সেটা বলতে পার? মানুষ তো মুদ্রাস্ফীতি নিয়ে হিমসিম খাচ্ছে। আয় তো বাড়ছে না।


ও বলল, সরকারের উচিত হবে বাজার মনিটরিং সিস্টেম ডেভেলপমেন্ট করা। পণ্য সংরক্ষণের জন্য জেলা ভিত্তিক গোদাম তৈরি কড়া। সাথে সঠিক তথ্যের দ্বারা সাপ্লাই চেইন ব্যবস্থাপনা মেইনটেইন করা।


বললাম, এগুলো তো দীর্ঘ মেয়াদি ও পলিসি মেকারদের বিষয়, সাধারণ মানুষ কি ভুগতেই থাকবে।
ও বলল, তুমি দীর্ঘ পাঁচ বছর ভ্যাট সিস্টেম ও নায্য ভ্যাট নিয়ে কথা বলছ, না ব্যবসায়ীগণ শুনছে, না পলিসি মেকার গণ। বলে যাচ্ছ তো পরিবর্তনের আশায়। তেমনি বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেখা পটে, তোমরা দ্রুত বের হয়ে আসবা সেটা চিন্তা করা কি জ্যক্তিজুড় হবে?


বললাম, সেটা হয়তো হবে না, তাহলে তুমি বলতে চাচ্ছো যে সরকারের মতো ব্যক্তিগত পরিকল্পনা করতে হবে। আর কত খরচ কাটেল করতে হবে, সেই গানের নায় “ কতটা পথ পেরুলে তাঁকে পথিক বলা যাবে” তারপরও অপক্ষায় থাকলাম “পৃথিবী আবার শান্ত হবে” সান্তনায়।

আর্থিক বিশ্লেষণ ও কদম আলি: মোঃ আলীমুজ্জামান