ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৫ | ৯:১৪ এএম
অনলাইন সংস্করণ
আর নয় কলকাতা, চিকিৎসা হবে চির বসন্তের শহর কুনমিংয়ে!
২৬ জানুয়ারি, ২০২৫ | ৯:১৪ এএম
![আর নয় কলকাতা, চিকিৎসা হবে চির বসন্তের শহর কুনমিংয়ে!](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/26/20250126091337_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জনগণের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এক সময় যেখানে বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য প্রধান ভরসা ছিল কলকাতা তথা ভারতের হাসপাতালগুলো, এখন সেই চিত্র পুরোপুরি বদলে যাচ্ছে।
ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের পরিবর্তনের ফলে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি কঠিন হয়ে পড়েছে। গুরুতর অসুস্থতার প্রমাণ ছাড়া আর ভিসা দেওয়া হচ্ছে না। এর ফলে চিকিৎসা থেকে শুরু করে বাণিজ্য পর্যন্ত দুই দেশের মধ্যে দীর্ঘদিনের নির্ভরশীলতার অবসান ঘটেছে।
এরপর থেকেই বাংলাদেশিরা নতুন গন্তব্যের সন্ধান শুরু করে। আর সেই নতুন গন্তব্য হলো চীন, বিশেষ করে চির বসন্তের শহর কুনমিং।
বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কুনমিংয়ের তিন থেকে চারটি বিশেষায়িত হাসপাতালকে বাংলাদেশের রোগীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়া, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
এই খবর ছড়িয়ে পড়তেই কলকাতার বেসরকারি হাসপাতালগুলো দুশ্চিন্তায় পড়েছে। বাংলাদেশের রোগীদের সেবা দেওয়ার মাধ্যমে তাদের যে বিশাল আয়ের উৎস তৈরি হয়েছিল, তা এখন প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
কোলকাতার হাসপাতালগুলোর হিসেবে, বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গেছে। এই ক্ষতি সামাল দিতে হাসপাতালগুলো প্রথমে এটি সাময়িক বলে মনে করেছিল। কিন্তু দুই দেশের সম্পর্কে ক্রমাগত অবনতির ফলে তারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।
অন্যদিকে, বাংলাদেশ সরকার এবং জনগণ নতুনভাবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার মাধ্যমে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি করছে।
স্বাস্থ্য খাত ছাড়াও, শিক্ষাব্যবস্থা, কৃষি, রেলপথ, নবায়নযোগ্য জ্বালানি, মৎস্য, পশুসম্পদ এবং নীল অর্থনীতির মতো বিভিন্ন খাতে সহযোগিতা এবং বিনিয়োগের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য বিশেষায়িত চিকিৎসার এই উদ্যোগ চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে বাংলাদেশের মানুষ নতুন আস্থা নিয়ে কোলকাতা নয়, কুনমিংয়ের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে।
![আর নয় কলকাতা, চিকিৎসা হবে চির বসন্তের শহর কুনমিংয়ে!](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)