ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৫ | ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ
আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ
৬ জানুয়ারি, ২০২৫ | ১১:২৯ এএম
![আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/06/20250106113141_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশ আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে চায়। তিনি বলেন, ‘‘ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগসূত্র এই সম্পর্ককে আরও শক্তিশালী করেছে, যা দুদেশের জনগণের সম্পর্ককে নিবিড় করতে সাহায্য করবে।’’
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবালয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
সাক্ষাৎকালে সেখ বশির উদ্দিন উল্লেখ করেন যে, আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য নতুন ক্ষেত্রের সন্ধান করতে হবে। তিনি আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধিকে একটি সম্ভাবনার নতুন দ্বার বলে অভিহিত করেন এবং বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
এদিকে, আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি বলেন, ‘‘আলজেরিয়ায় বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের বাজার রয়েছে এবং বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগাতে পারে।’’ তিনি জানান, আলজেরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
রাষ্ট্রদূত আরও জানান, রমজান মাসে আলজেরিয়া থেকে উন্নত মানের খেজুর আমদানি হয় এবং সার ও জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন একই দিন যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি রোববার ঢাকা শহরের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেখ বশির উদ্দিন বলেন, ‘‘বাংলাদেশে বিনিয়োগ করুন, দেশের উন্নয়নে অবদান রাখুন।’’ তিনি উল্লেখ করেন, ‘‘বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো এবং বিনিয়োগে কোনো বাধা নেই। সরকার বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিতে কাজ করছে।’’
বিনিয়োগের নতুন খাত: পাট, টেলিকম, পর্যটন ও ফার্মাসিউটিক্যালস এ সময় বাণিজ্য উপদেষ্টা পাটজাত দ্রব্য, পর্যটন, ফার্মাসিউটিক্যালস এবং টেলিকম খাতে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের আহ্বান জানান।
ইউকেবিসিসিআইর নেতৃবৃন্দ বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল টি বোর্ড, সরকারি টেলিকম খাত এবং শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়াতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তারা সি ফুড এক্সপোর্ট, ফুড প্রসেসিং এবং গ্রিন ফার্মিং সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ এগ্রিকালচারাল জোন (এগ্রিকালচারাল বেসড ইপিজেড) স্থাপনের দাবি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন ইউকেবিসিসিআইর চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া, প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, এবং যুক্তরাজ্যের হাউস অব কমন্সের এমপি ড. রুপা হক। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিমও বৈঠকে উপস্থিত ছিলেন।
এই আলোচনা এবং বিনিয়োগের সম্ভাবনা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে আলজেরিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোর সঙ্গে বাড়ানো বাণিজ্য বাংলাদেশকে এক নতুন অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।
![আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)