ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৪ | ১০:০ পিএম
অনলাইন সংস্করণ
আলুরদাম বেরে কেজি প্রতি ৭০ টাকা
৫ নভেম্বর, ২০২৪ | ১০:০ পিএম
![আলুরদাম বেরে কেজি প্রতি ৭০ টাকা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/05/20241105165530_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাজারে আলুর দাম আরও বেড়েছে। গত দুই সপ্তাহে দুই দফা বেড়ে হয়েছে প্রতিকেজি ৭০ টাকা। যা আগে ছিল ৬০ টাকা। েখুচরা বাজারের বিক্রেতারা জানিয়েছেন, গত শুক্রবার বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু ৬৫ টাকায় বিক্রি হয়েছে। তার আগের সপ্তাহে আরও পাঁচ টাকা কম ছিল। দুই সপ্তাহের মধ্যে আলুর কেজি ১০ টাকা বেড়েছে।
এদিকে পাইকারি বিক্রেতারা জানান, এখন পাইকারিতেই প্রতি কেজি আলু ৬২-৬৪ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ৫৮-৬০ টাকা ছিল।
আলুর দামের বিষয়ে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আলুর মৌসুম এখন শেষের দিকে। প্রতি বছর এ সময় দাম বাড়ে। তবে এ বছর শুরু থেকে আলু চড়া দামে বিক্রি হচ্ছে। এরপর এখন আবার বেড়ে আরও অস্থিতিশীল হয়েছে।
ফিরোজ আলম নামের একজন ব্যবসায়ী বলেন, নতুন আলু না আসা পর্যন্ত দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
আলুর আড়তদার মো. সবুজ আরও জানান, হিমাগারে আলুর দাম হঠাৎ বেড়ে গেছে। গত সোমবার পাইকারি ৫৮ টাকা কেজি দরে পুরোনো আলু বিক্রি করেছি। তার আগের সপ্তাহে বিক্রি হয়েছে ৪৭-৪৮ টাকায়। আলুর সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে। মুন্সীগঞ্জ, বগুড়া, রাজশাহী, রংপুরে আলুর খুব সংকট চলছে, পাওয়া যাচ্ছে না।
- ট্যাগ সমূহঃ
- আলুর
![আলুরদাম বেরে কেজি প্রতি ৭০ টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)