ঢাকা বুধবার, ২ জুলাই, ২০২৫ - ৫:৩৯:৫৭ এএম

আলুর বাম্পার ফলন, তবু কৃষকের মাথায় হাত

১২ মার্চ, ২০২৫ | ২:৩৪ পিএম

আলুর বাম্পার ফলন, তবু কৃষকের মাথায় হাত

ছবি: সংগ্রহ

এ বছর আলুর বাম্পার ফলন হলেও কৃষকেরা এখন ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। এক একর জমিতে আলু চাষে কৃষকের খরচ প্রায় দুই লাখ টাকা হলেও বাজারে দাম কমে যাওয়ায় তাদের আয় দেড় লাখ টাকাও হতে পারছে না। ফলে প্রতি একর জমিতে কৃষকরা প্রায় ৫০ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

 

 

কৃষকরা জানিয়েছেন, এই বছর আলুবীজের তীব্র সংকট ছিল, যার কারণে তারা উচ্চ দামে বীজ কিনতে বাধ্য হয়েছেন। এছাড়াও হিমাগারের খরচ বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু আলুর দাম ৬০ শতাংশ কমে গেছে।

 

 

কুড়িগ্রামের রায়গঞ্জ এলাকার কৃষক আব্দুল করিম বলেন, "ফলন ভালো হলেও বীজের দাম, সার এবং কোল্ড স্টোরেজ খরচ বেড়ে যাওয়ায় লোকসান কমানোর চিন্তা করতে হচ্ছে।" একই অঞ্চলের কৃষক সুকারু চন্দ্র দাস বলেন, "এই বছর বীজের খরচ অতিরিক্ত ছিল এবং কোল্ড স্টোরেজের জায়গা না থাকার কারণে আলু রাখতে পারছি না।"

 

 

এছাড়াও, ঠাকুরগাঁওয়ের কৃষক আহসানুর রহমান হাবিব বলেন, "আলু চাষ করে বিশাল ক্ষতির মুখে পড়েছি। গত বছরের তুলনায় এ বছর দাম প্রায় ৬০ শতাংশ কমে গেছে, যা আমাদের জন্য অস্বাভাবিক ক্ষতির কারণ।"

 

 

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দেশে আলুর বাজারে অস্থিরতার অন্যতম কারণ হলো পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকা। গত মৌসুমে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আলু বর্তমানে মাঠে ১৩-১৪ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

এ বছর আলুর উৎপাদন ভালো হলেও দাম কমে যাওয়ার কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকারকেও অবশ্যই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য।

 

 

তবে, হিমাগারের খরচ বৃদ্ধি এবং স্টোরেজের ধারণক্ষমতার অভাবের কারণে কৃষকদের বিপদ আরও বেড়েছে। বর্তমানে হিমাগার মালিকরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তবে সরকারের পক্ষ থেকে হিমাগারের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেছেন, "এই বছর আলুর উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে, তবে দাম কম থাকায় কৃষকরা উদ্বিগ্ন। সরকার এ বিষয়ে কাজ করছে।"

 

 

এদিকে, দেশের বাজারে আলুর অস্থিরতা এবং কৃষকদের সংকট মোকাবিলায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষকরা।

আলুর বাম্পার ফলন, তবু কৃষকের মাথায় হাত