ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৫১:০৫ পিএম

আলু-পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, বেড়েছে মুরগির দাম

২৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৪ এএম

আলু-পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, বেড়েছে মুরগির দাম

ছবি: সংগ্রহ

দীর্ঘ কয়েক সপ্তাহের লাগামহীন মূল্যবৃদ্ধির পর রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দামে অবশেষে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চলতি সপ্তাহে এসব পণ্যের কেজি প্রতি দাম কমেছে ২০-৩০ টাকা।


কাওরান বাজার, পলাশী, নিউমার্কেট, জিগাতলা ও লালবাগ বউবাজার ঘুরে জানা গেছে, ৭৫ টাকার আলু এখন বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। মানভেদে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ২০-৫০ টাকা কমেছে।


বাজার করতে আসা ক্রেতাদের মতে, এই দাম কিছুটা হলেও পরিবারের বাজেটে স্বস্তি এনে দিয়েছে। বিক্রেতারাও জানিয়েছেন, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামের এই পরিবর্তন। তবে তারা আশা করছেন, দাম আরও কিছুটা স্থিতিশীল হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই ভালো হবে। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় আগামী দিনে বাজারে আরও ইতিবাচক পরিবর্তনের আশা করছেন সবাই।

 

সরেজমিনে দেখা দেখা যায়, বাজারগুলোয় ৬০ টাকার বাঁধা কপি ও ফুল কপি ৪০ টাকা, ৫০ টাকার মুলা ৩০, ৬০ টাকার সিম ৪০, ৫০ টাকার পেঁপে ৪০, ১০০ টাকার ঝিঙা-ধুন্দল-চিচিঙ্গা ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০, ৫০ থেকে ৬০ টাকার কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, ৮০ টাকার লাউ প্রতি পিচ ৫০, ১০০ টাকার বরবটি ৮০, দেড়শ টাকার ইন্ডিয়ান টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১২০, ১২০ টাকার কাঁচা মরিচ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।


এ ছাড়া শসা গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে ৫০, গাজর ৭০, ৬০ টাকার লম্বা বেগুন ৫০, ৮০ টাকার গোল বেগুন ৬০, কেজিপ্রতি ১০ টাকা কমে মিষ্টি কুমড়া ৪০ এবং লাল শাক, সবুজ শাক, পালং শাক ও কলমি শাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকা করে, ৪০ টাকার পুইশাকের আঁটি ২০ টাকা। তবে পাইকারি ও খুচরা বাজারভেদে দামের পার্থক্য রয়েছে।

 

নিউমার্কেটে বাজার করতে আসা ছলেমান বলেন, গত সপ্তাহের তুলনায় শাক-সবজির দাম অনেক কমেছে। এমন থাকলে সবার জন্য ভালো। দামদর ছাড়াই সবজি কেনা যায়।

 

সবজির পাশাপাশি কমেছে আলু, পেঁয়াজ ও রসুনের দামও। গত সপ্তাহের ৭৫ টাকার আলু কেজিতে ১৫-২০ টাকা কমে ৫৫-৬০ বিক্রি হচ্ছে। ১২০ টাকার দেশি পেঁয়াজ প্রতি কেজিতে মানভেদে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, ৮০ টাকার ইন্ডিয়ান পেঁয়াজ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। ২২০ টাকার ইন্ডিয়ান রসুন ১০ টাকা কমে ২১০, ২৬০ টাকার দেশি রসুন ৪০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা। এ ছাড়া চায়না আদা প্রতি কেজি ২০০ ও ক্যারোলা আদা ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।

 

নিউমার্কেটের বনলতা কাঁচা বাজারের ইউসুফ বলেন, আমরা বস্তা ধরে কিনি, তাই কিছুটা কমে দিতে পারি। কিন্তু যারা পাল্লা হিসেবে নিয়ে আসে তারা ৫ থেকে ১০ টাকা প্রতি কেজিতে বেশি বিক্রি করেন।

 

অন্যদিকে প্রতি কেজিতে ২০ টাকা করে বেড়েছে সোনালি মুরগি। গত সপ্তাহের ৩২০ থেকে ৩৩০ টাকার মুরগি চলতি সপ্তাহে ৩৫০ টাকা কেউ কেউ ৩৪০ টাকা দরে বিক্রি করছেন। অপরিবর্তিত ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এ দিকে পাড়া-মহল্লার বাজারে ৫০ টাকা হালি ফার্মের ডিম ৪৫ থেকে ৪৮ টাকায় পাওয়া যাচ্ছে।

আলু-পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, বেড়েছে মুরগির দাম