ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০২:৪৩ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৫ | ৯:৪০ এএম

অনলাইন সংস্করণ

আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয়

২১ জানুয়ারি, ২০২৫ | ৯:৪০ এএম

আলোচনার মাধ্যমে  সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগ্রহ

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সীমান্ত-সম্পর্কিত যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার প্রত্যয় ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের দৃঢ় বিশ্বাস যে, বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি কাঠামোর অধীনে গঠনমূলক আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি বজায় রাখতে হবে।

 

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শূন্য রেখার কাছে ভারতীয় নাগরিকদের সাথে সংঘর্ষে তিন বাংলাদেশী আহত হন। এ ঘটনার পর স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

 

এর আগে, ৭ জানুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) চৌকা সীমান্তে শূন্য রেখা বরাবর একটি কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর প্রতিবাদ জানায়, এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

 

বাংলাদেশ সরকার আশা করছে, সীমান্তে শান্তি বজায় রাখার জন্য এই ধরনের সমস্যা গঠনমূলক আলোচনা এবং দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব হবে।

আলোচনার মাধ্যমে  সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয়