ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৪ | ৬:৩২ এএম
অনলাইন সংস্করণ
আল-মদিনা ফার্মারের মুনাফা কমেছে
১৩ অক্টোবর, ২০২৪ | ৬:৩২ এএম
![আল-মদিনা ফার্মারের মুনাফা কমেছে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/12/20241012153704_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মুনাফা কমেছে। আলোচ্য বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। আগের বছর ১ টাকা ৫৭ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৩৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
এর আগে ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল আল-মদিনা ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৮২ পয়সায়।
বুধবার ডিএসইতে আল-মদিনা ফার্মার শেয়ারের সমাপনী দর ছিল ২৭ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৪ টাকা ৮০ পয়সা থেকে ৪৬ টাকা ৭০ পয়সায় ওঠানামা করেছে।
![আল-মদিনা ফার্মারের মুনাফা কমেছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)