ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪৫:৩৯ এএম

আশুলিয়ার পোশাক কারখানা মালিকদের নিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্ম হচ্ছে

১৫ ডিসেম্বর, ২০২৪ | ১২:৩৮ পিএম

আশুলিয়ার পোশাক কারখানা মালিকদের নিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্ম হচ্ছে

ছবি: সংগ্রহ

সাভারের আশুলিয়া অঞ্চলের তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা নিয়ে বারবার দাবি তোলার পরও নতুন নতুন দাবি উত্থাপিত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন এবং কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আশুলিয়া শিল্প মালিকদের নিয়ে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আশুলিয়া অঞ্চলের ৩১টি কারখানার মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন। বৈঠকে মালিকরা সমস্যার মূল কারণ নির্ণয় এবং তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে ঐকমত্যে পৌঁছান।

 

বিজিএমইএর সহায়ক কমিটির সদস্য এনামুল হক খান বাবলু জানান, আশুলিয়ার কারখানাগুলোতে তুলনামূলকভাবে ভালো সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বারবার সমস্যা তৈরি হচ্ছে। মালিকরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে এবং সমাধান নিশ্চিত করতে প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন।


শনিবারও আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় কর্মবিরতি চলেছে। কিছু কারখানায় ভাঙচুর ও অরাজকতার অভিযোগ উঠেছে।

 

চীনা মালিকানাধীন ডংলিয়ন ফ্যাশন লিমিটেড কারখানায় ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ করে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর চালায়।পরবর্তী সময়ে তারা পার্শ্ববর্তী গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেড কারখানায় হামলা করে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই শ্রমিককে আটক করেছে। দাবি ও মালিকপক্ষের মতামত

মূল্যস্ফীতি এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে বার্ষিক বেতন ১৫ শতাংশ বৃদ্ধি। অন্যান্য সুযোগ-সুবিধাসহ ১৮ দফা দাবি। মালিকপক্ষের অভিযোগ দীর্ঘ দুই মাসের অচলাবস্থার পর যখন শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরছিল, তখন হঠাৎ অস্থিরতার পেছনে দেশি-বিদেশি চক্রান্ত রয়েছে।তারা দাবি করেন, কিছু দুষ্কৃতকারী শ্রমিক অসন্তোষ উসকে দিচ্ছে।


শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করে চারটি কারখানা বন্ধ রাখা হয়েছে। চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। হা-মীম গ্রুপসহ কিছু কারখানায় কাজ শান্তিপূর্ণভাবে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশুলিয়া শিল্পাঞ্চলে শিল্প পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং এপিবিএন সদস্য মোতায়েন রয়েছে।

 

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় এবং শ্রমিক-মালিক উভয়পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। নতুন প্ল্যাটফর্ম গঠন করে শ্রমিক এবং মালিকদের মধ্যে বোঝাপড়া বাড়ানো, সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করা, এবং পোশাক খাতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

 

এ উদ্যোগ আশুলিয়ার কারখানাগুলোতে স্থিতিশীলতা আনার পাশাপাশি শিল্প খাতের সামগ্রিক সুনাম অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আশুলিয়ার পোশাক কারখানা মালিকদের নিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্ম হচ্ছে