ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৪ | ১:৬ পিএম
অনলাইন সংস্করণ
আসছে ভারতের নতুন পেঁয়াজ, দুদিনে দাম কমলো কেজিতে ১৭ টাকা
২০ নভেম্বর, ২০২৪ | ১:৬ পিএম
![আসছে ভারতের নতুন পেঁয়াজ, দুদিনে দাম কমলো কেজিতে ১৭ টাকা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/20/20241120130541_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ভারতের নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হওয়ায় এবং আমদানি শুল্ক প্রত্যাহারের ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে, চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত দুই দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৭ টাকা পর্যন্ত কমেছে। এতে পাইকারি ব্যবসায়ীরা বেশ খুশি। আমদানিকারকরা আশা করছেন, এই ধারা অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমবে।
হিলি স্থলবন্দরের তথ্য অনুযায়ী, বন্দর দিয়ে ইন্দোর ও বেলোরি জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। দুদিন আগেও বেলোরি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৯৫ টাকা, যা এখন কমে ৭৫-৭৮ টাকায় বিক্রি হচ্ছে। ইন্দোর জাতের পেঁয়াজও ৯০ টাকা থেকে কমে ৭৫-৭৮ টাকায় নেমে এসেছে। নিম্নমানের কিছু নতুন পেঁয়াজ ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন জানান, হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হচ্ছে। দাম কমায় তাদের পুঁজির চাপও কমছে। দুদিন আগের তুলনায় এখনকার দাম ক্রেতাদের জন্যও সুবিধাজনক।
আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সরবরাহ বাড়ছে এবং দেশের বাজারে দাম কমছে। শুল্ক প্রত্যাহারের ফলে আমদানি সহজ হওয়ায় প্রতিদিন ২৫-৩০ ট্রাক পেঁয়াজ হিলি বন্দরে আসছে। তবে নতুন পেঁয়াজের মান কিছুটা নিম্নমানের হওয়ায় কিছু ক্ষেত্রে কম দামে বিক্রি করতে হচ্ছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান, পেঁয়াজ দ্রুত খালাসের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে পেঁয়াজ দ্রুত বাজারজাত হয়ে পঁচে না যায়। গতকাল বন্দর দিয়ে ৭১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে এবং আজও আমদানি অব্যাহত রয়েছে।
![আসছে ভারতের নতুন পেঁয়াজ, দুদিনে দাম কমলো কেজিতে ১৭ টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)