ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০৪:১৭ এএম

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১৫ দিন

৩০ জানুয়ারি, ২০২৫ | ৪:৩৯ পিএম

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১৫ দিন

ছবি: সংগ্রহ

ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে দুই দফা সময় বাড়ানোর পর, শুক্রবার (৩১ জানুয়ারি) ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। তবে, তৃতীয় দফায় এই সময় বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এনবিআরের কর বিভাগ এ সংক্রান্ত নতুন আদেশ জারি করেছে।

 

 

এনবিআর জানায়, আগে ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে সময় বাড়ানোর পর, সম্প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে নানা সমস্যার কারণে আরও সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

সূত্র মতে, গত বছর ২০২৩-২৪ অর্থবছরে ৪০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন জমা দেন। চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্য ছিল ৫০ লাখ রিটার্ন জমা পড়বে, তবে ২৭ জানুয়ারি পর্যন্ত ৩৪ লাখের বেশি রিটার্ন জমা পড়েছে।

 

 

 

এদিকে, সংশ্লিষ্ট কর আইনজীবীরা অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন, যেমন সার্ভারে অতিরিক্ত চাপ, সংশোধনী রিটার্নের সুযোগ না থাকা এবং রেজিস্ট্রেশনে সমস্যা। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত করদাতাদের জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এনবিআরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১৫ দিন