ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:০১:৩৫ এএম

ইইউসহ ১৮ উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কী কী কার্যক্রম পরিচালনা করছে, তা উন্নয়ন সহযোগীদের সামনে এ বৈঠকের মাধ্যমে তুলে ধরা হবে।

১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০ পিএম

ইইউসহ ১৮ উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

ছবি: সংগ্রহ

ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়।

 

বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, ১৮ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে এ সভাটি অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কী কী কার্যক্রম পরিচালনা করছে, তা উন্নয়ন সহযোগীদের সামনে এ বৈঠকের মাধ্যমে তুলে ধরা হবে।

 

ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, কোরিয়া, তুরস্ক, জাপান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, নেদারল্যান্ডস ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত আছেন।

ইইউসহ ১৮ উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক