ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ইউএসএআইডি’র সহায়তা স্থগিতে আদালতের নিষেধাজ্ঞা
১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম
![ইউএসএআইডি’র সহায়তা স্থগিতে আদালতের নিষেধাজ্ঞা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/16/20250216153109_original_webp.webp)
ছবি: সংগ্রহ
মার্কিন ফেডারেল আদালত আগামী পাঁচ দিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিল স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফেডারেল আদালতের বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন।
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এ সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে। কারণ ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়।
মার্কিন ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিলের স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশ দিয়েছেন। রায়ে বিচারক বলেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে।
বিচারক আরও বলেছেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে অনুমোদিত বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত বা বাতিল করা যাবে না।
ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যুক্তি দেখিয়েছেন, বিদেশি সহায়তা মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।
আদালত প্রশাসনকে সব অংশীদারের তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করতে এবং পাঁচ দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করা হয়েছে।
![ইউএসএআইডি’র সহায়তা স্থগিতে আদালতের নিষেধাজ্ঞা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)