ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৫ | ৯:৩১ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করলো রাশিয়া
২ জানুয়ারি, ২০২৫ | ৯:৩১ এএম
![ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করলো রাশিয়া](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/02/20250102092243_original_webp.webp)
ছবি: সংগ্রহ
রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গ্যাজপ্রম ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার (১ জানুয়ারি) সকাল ৮টায় এই সরবরাহ বন্ধ করা হয়। গ্যাজপ্রম এক বিবৃতিতে জানায়, ইউক্রেন গ্যাস ট্রানজিট চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোয় রাশিয়া এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইউক্রেন বারবার চুক্তি সম্প্রসারণে অস্বীকৃতি জানিয়েছে। ফলে, রাশিয়া ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস সরবরাহের প্রযুক্তিগত ও আইনি ক্ষমতা হারিয়েছে।
চুক্তির অধীনে ইউক্রেনের মধ্য দিয়ে বছরে ৪০ বিলিয়ন ঘনমিটার রাশিয়ার গ্যাস ইউরোপে পাঠানো হতো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তি নবায়নের সম্ভাবনা নাকচ করে বলেছিলেন, বছরের শেষ মুহূর্তে নতুন চুক্তি করা সম্ভব নয়।
রাশিয়া তৃতীয় পক্ষের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন তুরস্ক, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং আজারবাইজানের মতো দেশগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো রাশিয়ার গ্যাস সরবরাহ চালু রাখতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস ট্রানজিট বন্ধ হলে ইউরোপে গ্যাসের দাম বাড়বে এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যয় বৃদ্ধি পাবে।
স্লোভাকিয়া ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। কিয়েভে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ার সম্ভাবনাও তুলে ধরেছে।
গ্যাস সরবরাহ বন্ধের ফলে ইউরোপীয় দেশগুলোতে জ্বালানি সংকট ও গ্যাসের দামে ঊর্ধ্বগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্লোভাকিয়ার মতো দেশগুলোর উপর এ পরিস্থিতির উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
![ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করলো রাশিয়া](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)