ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৪ | ২:০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ইউক্রেনে চিনি উৎপাদন কমার পূর্বাভাস
৬ সেপ্টেম্বর, ২০২৪ | ২:০ এএম
![ইউক্রেনে চিনি উৎপাদন কমার পূর্বাভাস](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/06/20240906175325_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ইউক্রেনে সুগার বিট থেকে সাদা চিনি উৎপাদন চলতি বছর কমতে পারে। উৎপাদন কমার পেছনে ভূমিকা রাখবে দেশটির প্রতিকূল আবহাওয়া। মঙ্গলবার ইউক্রেনের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত তাসারস ভিসোৎসকির বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে এগ্রিকালচারাল নিউজ এজেন্সি এগ্রো পোর্টাল।
এগ্রো পোর্টাল জানায়, গত বছর দেশটিতে ১৮ লাখ টন চিনি উৎপাদন হয়েছিল। চলতি বছর তা কমে ১৫ লাখ ৫০ হাজার টনে নেমে আসার শঙ্কা রয়েছে।
ভিসোৎসকি বলেন, ‘এবাবের গ্রীষ্মে অস্বাভাবিক তাপপ্রবাহ সুগার বিটের ফলনকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, চলতি বছর ইউক্রেনে সুগার বিটের গড় ফলন হতে পারে হেক্টরপ্রতি ৪৬ দশমিক ৫ টন, যা এর আগের বছরের তুলনায় ১২ শতাংশ কম।
তিনি আরো জানান, আবাদযোগ্য অঞ্চল বাড়লেও চলতি বছর সুগার বিটের ফলন কমে ১ কোটি ১৮ লাখ টনে নেমে যেতে পারে, গত বছর যা ছিল ১ কোটি ৩১ লাখ টন।
![ইউক্রেনে চিনি উৎপাদন কমার পূর্বাভাস](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)