ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৩১:৫৮ পিএম

ইউরোপে বাংলাদেশি পণ্যে কোটা চালু রাখার অনুরোধ

১৯ ডিসেম্বর, ২০২৪ | ১১:০ এএম

ইউরোপে বাংলাদেশি পণ্যে কোটা চালু রাখার অনুরোধ

ছবি: সংগ্রহ

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

বাণিজ্য উপদেষ্টা এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণ পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য বিদ্যমান কোটা সুবিধা অব্যাহত রাখতে সুইডেনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “বাংলাদেশ এখন একটি বিনিয়োগবান্ধব গন্তব্য। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম, পরিবেশ ও নিরাপত্তা খাতে ব্যাপক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।”

 

শেখ বশিরউদ্দীন আরও বলেন, “সুইডেন বাংলাদেশে কর্মসংস্থান তৈরিতে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে সম্পর্ক আরও গভীর করতে পারে।”

 

সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, “বাংলাদেশে ইতোমধ্যে সুইডেনের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে ট্রেড

ইউরোপে বাংলাদেশি পণ্যে কোটা চালু রাখার অনুরোধ