ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৪ | ৩:২২ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ইউরোপে বার্ষিক গড় বেতনের দিক থেকে যেসব দেশ সবচেয়ে এগিয়ে
২৫ ডিসেম্বর, ২০২৪ | ৩:২২ পিএম
![ইউরোপে বার্ষিক গড় বেতনের দিক থেকে যেসব দেশ সবচেয়ে এগিয়ে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/25/20241225150927_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ইউরোপীয় ইউনিয়নে পূর্ণকালীন চাকরিজীবীদের বার্ষিক গড় বেতন নিয়ে ইউরোস্ট্যাট পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে এ অঞ্চলে গড় বেতন দাঁড়িয়েছে ২৭,৮৬৩ ইউরো। তবে দেশভেদে আয়ের ব্যাপক তারতম্য রয়েছে।
চাকরিতে গড়ে সবচেয়ে কম বেতন পাওয়া যায় বুলগেরিয়ায়, যেখানে বার্ষিক গড় বেতন মাত্র ১৩,৫০৩ ইউরো। বিপরীতে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় লুক্সেমবার্গে, যার পরিমাণ ৮১,০৬৪ ইউরো।
লুক্সেমবার্গ ছাড়াও সবচেয়ে বেশি বার্ষিক গড় বেতনের দেশগুলোর মধ্যে রয়েছে, ডেনমার্ক ৬৭,৬০৪ ইউরো, আয়ারল্যান্ড ৫৮,৬৭৯ ইউরো, বেলজিয়াম ৫৭,৯৮৯ ইউরো, অস্ট্রিয়া ৫৪,৫০৮ ইউরো, জার্মানি ৫০,৯৮৮ ইউরো এছাড়া ফিনল্যান্ড, ফ্রান্স এবং সুইডেনও গড়ের চেয়ে বেশি বেতনপ্রদানকারী দেশগুলোর তালিকায় রয়েছে।
বুলগেরিয়ার পাশাপাশি গড়ের চেয়ে কম বেতনপ্রদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে, হাঙ্গেরি ১৬,৮৯৫ ইউরো, রোমানিয়া: ১৭,৭৩৯ ইউরো, পোল্যান্ড: ১৮,০৫৪ ইউরো, স্লোভাকিয়া: ১৯,০০১ ইউরো, এছাড়া ইতালি ও স্পেনেও গড়ের নিচে বার্ষিক বেতন পাওয়া যায়, যা প্রায় ৩২,৫০০ ইউরো।
গবেষণায় ক্রয়ক্ষমতার তুলনামূলক বিশ্লেষণে 'পারচেজিং পাওয়ার স্ট্যান্ডার্ড' পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে জীবনযাপনের খরচ, আবাসনের ব্যয়সহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক গড় বেতন বেড়েছে ৬ শতাংশ। এর আগের বছরের তুলনায় গড়ে ২,২২৫ ইউরো বৃদ্ধি পেয়েছে।
সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, লুক্সেমবার্গ, বেলজিয়াম ও আয়ারল্যান্ড: ৪,০০০ ইউরো পর্যন্ত। সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে মাল্টা, গ্রিস ও ইতালি ১,০০০ ইউরো। সুইডেনে বেতন হ্রাস । একমাত্র সুইডেনে গড় বার্ষিক বেতন ১,৮১৭ ইউরো কমে গেছে, যা ৪ শতাংশ হ্রাসের সমান।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বেতনের তারতম্য স্পষ্ট। লুক্সেমবার্গ, ডেনমার্ক, এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলো উচ্চ বেতনের শীর্ষে থাকলেও, বুলগেরিয়া, হাঙ্গেরি এবং রোমানিয়া এখনো গড়ের নিচে রয়েছে। সার্বিকভাবে, বেতন বৃদ্ধির ইতিবাচক প্রবণতা লক্ষণীয় হলেও কিছু দেশে স্থিতিশীলতা অর্জন এখনো চ্যালেঞ্জ হয়ে আছে।
![ইউরোপে বার্ষিক গড় বেতনের দিক থেকে যেসব দেশ সবচেয়ে এগিয়ে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)