ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০৪:০৮ এএম

ইন্টারনেট সেবার মান বাড়াতে ও দাম কমাতে আইনি নোটিশ

২৯ জানুয়ারি, ২০২৫ | ১২:২ পিএম

ইন্টারনেট সেবার মান বাড়াতে ও দাম কমাতে আইনি নোটিশ

ছবি: সংগ্রহ

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবা গুণগত মান নিশ্চিত করতে এবং আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও এনটিটিএন (ন্যাশন ওয়াইড ট্রান্সমিশন নেটওয়ার্ক) এর মূল্য কমানোর জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানসহ মোট ছয় জনকে চিঠি পাঠানো হয়েছে।

 

 

 

সুপ্রিম কোর্টের বিচারপতি তানিজিলা রহমান জুঁই এর মাধ্যমে নোটিশটি পাঠানো হয়। মহিউদ্দিন আহমেদ নোটিশে উল্লেখ করেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় আইআইজি ও এনটিটিএন এর মূল্য এখনও অত্যন্ত বেশি। তিনি বলেন, ‘‘যখন সরকার ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ নির্ধারণ করেছে, তখন আইআইজি ও এনটিটিএন এর দাম কমানোর কথা ছিল, কিন্তু তা হয়নি।’’ তিনি আরও জানান, বর্তমানে ঢাকা শহরে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায়, তবে সেটি কার্যকর নয়।

 

 

 

তিনি বলেন, ‘‘আমরা চাই আইIIজি ও এনটিটিএন এর মূল্য কমিয়ে, ব্রডব্যান্ড ইন্টারনেটের গুণগত মান নির্ধারণ করা হোক।’’ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘‘এখনকার ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ৫ এমবিপিএস নয়, বরং কমপক্ষে ২০ এমবিপিএস হওয়া উচিত।’’

 

 

নোটিশে আরও বলা হয়, আইIIজি ও এনটিটিএন এর সেবার মূল্য কমালে ব্রডব্যান্ড সেবা প্রদানকারীরা গ্রাহকদের জন্য উপযুক্ত মানের সেবা দিতে সক্ষম হবে। মহিউদ্দিন আহমেদ জানান, ‘‘এখনকার প্রক্রিয়ায় যদি গ্রাহকদের ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য কমানোর চেষ্টা করা হয়, তবে সেবার মান আরও খারাপ হতে পারে।’’

 

 

 

তিনি অভিযোগ করেন যে বিটিআরসি কিছু অসাধু ব্যবসায়ী গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দিচ্ছে এবং এই কারণে আইIIজি ও এনটিটিএন এর দাম বেড়ে যাচ্ছে। একই সাথে, তিনি দাবী করেছেন যে, ‘‘মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দাম কমানোর চেষ্টা করা উচিত, যাতে গ্রাহকরা সঠিক সেবা পান।’’

 

 

নোটিশে আরও বলা হয়, ‘‘আইIIজি এবং এনটিটিএন এর মূল্য পুনর্নির্ধারণ করে ব্রডব্যান্ড সেবা প্রদানকারীদের সামর্থ্যের মধ্যে এনে, গ্রাহকদের উপযুক্ত সেবা দেওয়া সম্ভব হবে।’’

 

 

নোটিশে সাত দিনের মধ্যে বিষয়টি সমাধান না হলে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার হুমকি দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইIIজি) এবং এনটিটিএন এর মূল্য বিটিআরসি নির্ধারণ করে থাকে।

ইন্টারনেট সেবার মান বাড়াতে ও দাম কমাতে আইনি নোটিশ