ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:২৭:৪২ পিএম

ইবিএল ও জার্মান দূতাবাসের মধ্যে অংশীদারিত্ব

৩ অক্টোবর, ২০২৪ | ৩:৩০ এএম

ইবিএল ও জার্মান দূতাবাসের মধ্যে অংশীদারিত্ব

ছবি: সংগ্রহ

ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি । এর অধীনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনের অভিন্ন লক্ষ্য নিয়ে ‘ইবিএল জলবায়ু পরিবর্তন কার্যক্রম অ্যাওয়ার্ড’ প্রদানে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা করবে।

 

গতকাল ঢাকায় জার্মান দূতাবাসে রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এবং ইবিএলের এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার একটি জয়েন্ট ডিক্লারেশন অব ইনটেন্ট স্বাক্ষর করেন।

 

এ প্রচেষ্টায় প্রয়োজন সঠিক নেতৃত্ব, উদ্ভাবন এবং সংশ্লিষ্ট সব পক্ষের একে অপরের কাছ থেকে শিক্ষা গ্রহণ। বাংলাদেশের এ-জাতীয় প্রচেষ্টাকে সম্মান জানাতে ইস্টার্ন ব্যাংকের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

 


ইবিএলের এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে জার্মানি ও ইস্টার্ন ব্যাংকের লক্ষ্য অভিন্ন। 

 

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জভিত্তিক বিভিন্ন ক্ষেত্র ও বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ‘জলবায়ু পরিবর্তন কার্যক্রম অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। -বিজ্ঞপ্তি

ইবিএল ও জার্মান দূতাবাসের মধ্যে অংশীদারিত্ব